রূপসায় পূর্বশত্রুতার জেরে শিক্ষার্থীকে কুপিয়ে জখম : থানায় মামলা

স্টাফ রিপোর্টার ঃ খুলনার রূপসা থানা এলাকায় জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে সরকারি বঙ্গবন্ধু কলেজে অধ্যায়নরত অনার্স ২য় বর্ষের মেধাবী শিক্ষার্থী সাজেন শেখ’কে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। গত শুক্রবার বিকাল সাড়ে ৪টায় রূপসা থানার দুর্জ্জনীমহলের সালাহউদ্দিন শেখের পুত্র সাজেনকে প্রতিপক্ষ মিঠু মীর ধারালো দা দিয়ে এই আঘাত করেন। তিনি খুলনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এব্যাপারে সাজেনের দাদী জাহেদা বেগম বাদী হয়ে রূপসা থানায় পেনাল কোড ১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৩৭৯/১১৪ ও ৫০৬ ধারায় প্রতিপক্ষের ৭ জন সহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। যার নম্বর: ২৪, তারিখ ২৩/০৩/২০২৪ ইং। আসামীরা হলেন, সৈয়দ শাহারিয়ার মীর ওরফে লিটু মীর, মিঠু মীর, সৈয়দ গিয়াস মীর, ছোটন মীর, কুটন মীর, জাহিদ মীর ও মোসা মিতা বেগম। এমামলায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। এজাহারা সূত্রে জানা যায়, রূপসা থানার দুর্জ্জনীমহলের লিটু মীরদের সাথে মোঃ মাহফিল উদ্দিনের পরিবারের দীর্ঘদিনের জমিজমা নিয়ে শত্রুতা চলছিলো। বাড়ির পাশের সরকারি রাস্তার ৪ ফুট প্রতিপক্ষ লিটু মীর ঘেরাবেড়া দিয়ে দখল করে রাখেন। যে কারণে পথচারীদের চলাচলসহ বাচ্চাদের খেলাধুলায়ও বেশ সমস্যা হয়। এবিষয়ে এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে দুই পক্ষের আমিন ডেকে জমি মাপা হয়। যেখানে লিটু মীরদের রাস্তার অবৈধ দখলকৃত জায়গা ছেড়ে দিতে বলা হয় এবং তারা সে জায়গা ছেড়ে দিতে সম্মত হন। কিন্তু জায়গা দখলমুক্ত করেন নি।
এ বিষয়ে গত ২২ মার্চ জুম্মা নামাজ শেষে মাহফিল উদ্দিন লিটু মীরকে ঐ জায়গা ছেড়ে দেওয়ার বিষয়টি অবগত করলে, তিনি মাহফিল উদ্দিনকে ধাক্কা মেরে ফেলে দেন। এ সময় বেলায়েত শেখ এগিয়ে এলে মিঠু মীর তাকেও ধাক্কা দিয়ে ফেলে দেন। এক পর্যায়ে প্রচন্ড বাকবিতন্ডা হলে স্থানীয়দের মাধ্যমে তা থেমে যায়। বিকালে বেলায়েত হোসেন আসরের নামাজ আদায় করতে মসজিদে যাওয়ার পথে উক্ত আসামীরা তাকে পথ আটকে গালিগালাজ ও মারধর করে। এসময় মাহফিল উদ্দিন ও সাজেন শেখ বেলায়েতকে উদ্ধার করতে গেলে তাদেরও আসামীরা মারধর করে। একপর্যায়ে মিঠু মীরের হাতে থাকা ধারালো দা দিয়ে সাজেন শেখ এর মাথার বাম পাশে কোপ দিলে তিনি ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পরে। এ অবস্থায় আসামীরা ঘটনাস্থল ছেড়ে চলে গেলে সাজেনকে চিকিৎসার জন্যে খুলনা জেনারেল হাসপাতালে (সদর) ভর্তি করা হয়। পরে সাজেনের দাদী জাহেদা বেগম রূপসা থানায় মামলা দায়ের করেন।
এ বিষয়ে মামলার আসামী লিটু মীর মুঠোফোনে (০১৭১৬-৩৬৫৯৫৮) বলেন, সাজেনকে মিঠু মীর দা দিয়ে কোপ দেয় নাই। এটা নিজেরা ঘটিয়েছে আমাদের বিরুদ্ধে মামলা করার জন্য। তিনি আরও বলেন আমরা এ মামলার বিরুদ্ধে পাল্টা মামলা করবো।