স্থানীয় সংবাদ

অভয়নগরে অধিগ্রহণকৃত জমি প্রত্যাশী সংস্থার অনুকূলে দখল গ্রহণ ও হস্তান্তর

‘যশোর রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা প্রকল্প’

অভয়নগর (যশোর) প্রতিনিধি ঃ শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও ভবদহ অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষে যশোরের অভয়নগরে ৫০৩ একর জমির ওপর নির্মিত হতে যাচ্ছে ‘যশোর রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা প্রকল্প’ (যশোর ইপিজেড)। ঢাকার সাভার ও চট্রগ্রাম ইপিজেডের মতোই যশোর ইপিজেড স্থাপনের লক্ষ্যে জমি অধিগ্রহসহ যাবতীয় কাজ শুরু হয়েছে। উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা, রাজাপুর, পোমভাগ, চেঙ্গুটিয়া, আরাজি বাহিরঘাট, বালিয়াডাঙ্গা, মহাকাল ও আমডাঙ্গা মৌজার ৫০২. ৯০৬ একর জমির ওপর যশোর ইপিজেড নির্মিত হবে। অধিগ্রহণের জন্য নির্ধারিত জমি বছরজুড়ে জলাবদ্ধ থাকে বিধায় সেখানে ইপিজেড নির্মাণে খুশি স্থানীয় জমি মালিকরা। তবে অধিগ্রহণ করা জমির ন্যায্যমূল্য পাওয়ার দাবি করেছেন তারা। ইপিজেড নির্মাণ কাজের ধারাবাহিকতায় শনিবার দুপুরে যশোর জেলা প্রশাসনের আয়োজনে ও অধিগ্রহণকৃত জমি প্রত্যাশী সংস্থা বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সহযোগিতায় দখল গ্রহণ ও হস্তান্তর অনুষ্ঠিত হয়। অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের বালিয়াডাঙ্গা ঈদগাহ মাঠে দখল গ্রহণ ও হস্তান্তর অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। এতে প্রধান অতিথি ছিলেন, যুগ্ম সচিব ও বেপজা’র প্রকৌশল বিভাগের সদস্য মোহাম্মদ ফারুক আলম। এসময় উপস্থিত ছিলেন, যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তুষার কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও সানবসম্পদ ব্যবস্থাপনা) সুজন সরকার, অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদ, সহকারী কমিশনার (ভূমি অধিগ্রহণ কর্মকর্তা) মো. আবু নাছির, প্রেমবাগ ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিন, শ্রমিক নেতা নাজিম উদ্দিন প্রমুখ। জমির মালিকরা জানান, গত দুই বছর আগে জমি অধিগ্রহণ করলেও জমির বর্তমান বাজার দর অনেক বেড়েছে। ন্যায্য মূল্য পাওয়ার আশায় বিভিন্ন সময় মানববন্ধন ও সংবাদ সম্মেলন করা হয়েছে। তাই অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য পাওয়ার দাবি জানান তারা। অধিগ্রহণ কার্যক্রমের তথ্যে জানা যায়, এল এ কেস নং- ০৩/ ২০২১-২০২২। প্রস্তাবিত জমির পরিমাণ- ৫০২.৯০৬ একর। যার মধ্যে মৌজা ভিত্তিক জমির পারিমান- মাগুরা ১.২৯০ একর, রাজাপুর ৯০.৬৮৫ একর, পোমভাগ ১৭৫.০৮২ একর, চেঙ্গুটিয়া ২৬.৭৮ একর, আরাজি বাহিরঘাট ৯৭.৬৯৭ একর, বালিয়াডাঙ্গা ১০৯.৭৭২ একর, মহাকাল ১.৪৫০ একর ও আমডাঙ্গা ০.১৫০ একর। সর্বমোট জমির পরিমান- ৫০২.৯০৬ একর। প্রাক্কলিত মূল্য- দুইশ ছেষট্টি কোটি চুয়াল্লিশ লাখ ছত্রিশ হাজার পাঁচশত একত্রিশ টাকা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button