দৌলতপুর বাজার বহুমুখী সমবায়ের আর্থিক সাহায্য প্রদান

স্টাফ রিপোর্টার ঃ নগরীর দৌলতপুর বাজার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড ( রেজি নং- ১২/ডি)’ র উদ্যোগে পবিত্র মাহে রমজানুল মুবারক উপলক্ষে অসহায় হতদরিদ্র দুস্থ মানুষের মাঝে নগদ আর্থিক সাহায্য প্রদান অনুষ্ঠান সোমবার (২৫ মার্চ) দুপুরে নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। দৌলতপুর বাজার সমবায় সমিতির সিনিঃ সহ-সভাপতি অশোক কুমার করের সভাপতিত্বে ও সাঃ সম্পাদক গোলাম মোস্তফার পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার দিঘলিয়া খুলনার খন্দকার জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, ৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শামসুদ্দিন আহমেদ প্রিন্স। এসময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি আলহাজ্ব এইচ. এ. রহিম, দৌলতপুর বাজার বণিক সমিতির সভাপতি শেখ কামাল হোসেন, সাঃ সম্পাদক নান্নু মোড়ল, উপদেষ্টা শেখ শওকত আলী, আকুঞ্জি ইদ্রিস আলী, খান আকবর আলী, সমিতির কর্মকর্তা মোশারেফ হোসেন হাওলাদার, আব্দুর রহিম, আব্দুল মান্নান হাওলাদার, এস এম জুবাইর রহমান, মোঃ শাহজামালসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ,সদস্যবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।