সাংবাদিক রায়হানের শ্বশুরের ইন্তেকাল : শোক
স্টাফ রিপোর্টার ঃ দৈনিক প্রবাহ’র স্টাফ রিপোর্টার মো: রায়হান মোল্লার শ্বশুর ইদ্রিস আলী (৬২) আর নেই। সোমবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৯ দিন যাবৎ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এদিকে, তার এই মৃত্যুতে প্রবাহ পরিবারের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাসহ রুহের মাগফিরাত কামনা করা হয়েছে। তিনি বেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে প্যারালাইজড অবস্থায় দীর্ঘ সাত বছর যাবৎ বিছানায় ভুগছিলেন। তার শরীরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা দিতে দিতে হাল ছেড়েই দেন চিকিৎসকরা। একপর্যায়ে আর সময় নেই বলে ঘোষণা করেন। অবশেষে পরিবার-পরিজনদের সামনেই হাসপাতালেই আস্তে আস্তে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তিনি খালিশপুর পৌরসভা মোড়স্থ জাফর মাষ্টারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি এক পুত্র, দুই কন্যা, দুই নাতিসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন। তার নামাজের জানাজা সোমবার আসর বাদ বায়তুল ফালাহ্ জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। তার নামাজের জানাজায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শত শত মানুষ অংশ নেন। নামাজে জানাজা শেষে তাকে গোয়ালখালি কবরস্থানে দাফন করা হয়।