চার দফা দাবিতে খুমেক হাসপাতালের ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসদের কর্মবিরতি অব্যাহত
আজ ঢাকায় স্বাস্থ্যমন্ত্রী সাথে বৈঠক
স্টাফ রিপোর্টার ঃ চার দফা দাবিতে খুমেক হাসপাতালের ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ইন্টার্ন চিতিৎসকরা তাদের কর্মবিরতি অব্যাহত রেখেছেন। এদিকে চার দফা দাবিতে খুমেক হাসপাতালের ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসদের দাবিগুলো মেনে নেওয়ার বিষয়ে আজ (২৮ মার্চ) বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রীর সাথে বৈঠকে বসবেন ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসল নেতৃবৃন্দদের সাথে। খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ইন্টাণ চিকিৎসক পরিষদের সভাপতি ডা: দিবাকর চাকমা বলেন, তাদের পুর্বে নিধারিত কর্মসূচি চলমান আছে। আমাদের দাবিগুলো বিষয়ে নিয়ে স্বাস্থ্যমন্ত্রী আমাদের নেতৃবৃন্দদের সাথে বৈঠক বসবেন। যার কারণে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি। খুমেক হাসপাতালে পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস এসোসিয়েশন এর সম্বনয়ক ডা: হেদাইয়াত সৌরভ বলেন, বিষয়টি নিয়ে আজ ( বৃহস্পতিবার) আমাদের নেতৃবৃন্দের সাথে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বৈঠকে করবেন। এজন্য আমাদের সংগঠনের নেতৃবৃন্দরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিছেন। তবে আমাদের কর্মবিরতি অব্যাহত আছে। আজকের মধ্যে আশাকরি আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেবেন। উল্লেখ্য, ২৩ মার্চ দুপুর ২টা থেকে ২৫ মার্চ দুপুর ২টা পর্যন্ত চার দফা দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করে আসছেন খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। এসময়ের মধ্যে তাদের দাবিগুলো না মানার কারনে পরবর্তীতে আবার সংগঠনের নেতৃবৃন্দরা ২৫ মার্চ রাত থেকে ২৯ মার্চ পর্যন্ত পুনরায় তাদের কর্মবিরতি বৃদ্ধি করে চলমান থাকার ঘোষনা দেন। যদি এই সময়ের মধ্যে তাদের যৌক্তিক দাবিগুলো মেনে না নিলে তাহলে লাগাতার কর্মবিরতি ঘোষণা দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। উল্লেখ্য, ২৩ মার্চ দুপুর ২টা থেকে ২৫ মার্চ দুপুর ২টা পর্যন্ত চার দফা দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। সারাদেশ ব্যাপী পূর্বে নির্ধারিত অনুযায়ী পাস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস এসোসিয়েশন এবং ইন্টাণী চিকিৎসকরা যৌথভাবে এই কর্মূসচি পালন করেছেন। তাদের দাবি সমূহের মধ্যে রয়েছে, পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডাক্তারদের মাসিক ভাতা ৫০ হাজার এবং ইন্টার্ণ ডাক্তারদের মাসিক ১৫ হাজার থেকে ৩০ হাজার টাকা উন্নতিকরণ, এফসিপিএস, রেসিডেন্ট, নন রেসিডেন্ট ডাক্তারদের বকেয়া ভাতা পরিশোধ, বিএসএমএমইউ এর অধীন ১২ প্রাইভেট প্রতিষ্ঠানের রেসিডেন্ট এবং নন রেসিডেন্ট ডাক্তারদের ভাতা পুনরায় চালুকরণ এবং চিকিৎসা সুরক্ষা আইন সংসদে পাশ এবং বাস্তবায়ন।