স্থানীয় সংবাদ

স্বাধীনতার মূল্যবোধ প্রতিষ্ঠায় বাম-প্রতিশীল শক্তির ঐক্য ও শ্রেণিসংগ্রামের বিকল্প নেই

ওয়ার্কার্স পার্টির স্বাধীনতা দিবসের আলোচনাসভায় বক্তারা

খবর বিজ্ঞপ্তি : স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা ও মহানগরের যৌথ উদ্যোগে ২৬ মার্চ ’২৪ সন্ধ্যা সাড়ে ৭টায় পার্টির নিজস্ব কার্যালয়ে এক আলোচনা সভা জেলা পার্টির সভাপতি কমরেড অ্যাড. মিনা মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে স্বাধীনতার সংগ্রামের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। সভায় আলোচনায় অংশগ্রহণ করেন ও উপস্থিত ছিলেন পার্টির খুলনা মহানগরের সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, মহানগর সম্পাদকম-লীর সদস্য কমরেড নারায়ণ সাহা, যুব মৈত্রী জেলা নেতা কৃষ্ণপদ ঘোষ, মৃত্যুঞ্জয় সরদার প্রমুখ নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, স্বাধীনতার দীর্ঘ ৫৩ বছর অতিক্রান্ত হলেও তার সুফল হতে দেশের মানুষ বঞ্চিত। বক্তারা বলেন, অত্যন্ত পরিতাপের বিষয় স্বাধীনতাপূর্ব অবস্থা থেকেও বর্তমানে নিরবে সন্তর্পণে সাম্প্রদায়িকতা প্রকটভাবে প্রসারমান। বক্তারা আরো বলেন, এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে ও স্বাধীনতার মূল্যবোধ প্রতিষ্ঠায় বাম-প্রগতিশীল শক্তির ঐক্যবদ্ধতা এবং শ্রেণিসংগ্রামের বিকল্প নেই। বক্তারা জনগণকে সঙ্গে নিয়ে নিরলস সংগ্রাম অব্যাহত রাখতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button