ফুলতলায় আইন শৃংঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ফুলতলা (খুলনা) প্রতিনিধি ঃ আসন্ন পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে ফুলতলা উপজেলা আইন শৃংঙ্খলা কমিটির এক বিশেষ সভা বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে.এম জিয়া হাসান তুহিন, থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, প্রবিণ শিক্ষাবিদ আলহাজ্ব আনোয়ারুজ্জামান মোল্যা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশু, সাধারণ সম্পাদক এস মৃনাল হাজরা, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, সরকারি ফুলতলা মহিলা কলেজের অধ্যক্ষ সমীর কুমার ব্রহ্ম, ফুলতলা এম এম কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু, শেখ মনিরুল ইসলাম, শেখ আবুল বাশার ও সরদার মনিরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম, শিক্ষা কর্মকর্তা শাহানাজ বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, আনসার ভিডিপি কর্মকর্তা সালমা খাতুন প্রমুখ। সভায় আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশেষ তৎপর থাকার বিষয়ে আহবান জানানো হয়।