জীবিকার অন্বেষনে খুলনার তেলিগাতী গ্রামে এসেছে হনুমান

বিলুপ্ত প্রায় এই প্রাণী সংরক্ষণের দাবি
স্টাফ রিপোর্টার ঃ সম্প্রতি বন্য প্রাণী হনুমানের একটা ছোট দল খুলনার আড়ংঘাটা থানাধীন তেলিগাতী গ্রামসহ পার্শ্ববর্তী এলাকায় প্রবেশ করেছে। মহল্লার বড় গাছ বিল্ডিংয়ের ছাদ থেকে শুরু করে বসত বাড়ির উঠানে পর্যন্ত হাজির হয়ে যাচ্ছে। ইতিমধ্যেই অনেকের বাড়িতেই কলা ভোজনবিলাস সম্পন্ন করিয়েছেন অনেকেই। অনেকের সাথেই কথা বলে জানতে পারলাম এইসব হনুমান মুলতঃ পার্শ্ববর্তী জেলা যশোর জেলার কেশবপুরসহ বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে ট্রেনে করে প্রতি বছরেই আসে। বিশেষত চৈত্র মাসের খরায় ঐ অঞ্চলে হনুমানের খাদ্য সংকট দেখা দেয়। তখন তারা খাদ্য সংকট থেকে নিজেদের বাঁচানোর জন্য অনেকটা জীবনের ঝুঁকি নিয়ে এতদুর অব্দি চলে এসেছে। ওই গ্রামের বাসিন্দা নাফিজা তাসমিন রাসা বলেন, হনুমানগুলো তাদের বাড়িতেও আসছিল। তিনি তাদের কলাসহ অন্যান্য ফল দিয়ে মেহমানদারী করেন। ওই গ্রামের বাসিন্দা সুজন পরশ গ্রামবাসীর উদ্দেশ্যে বলেন, “আপনাদের সকলের কাছে আমার আকুল আবেদন এই যে আপনার বাড়িতে যদি এই সকল হনুমানের দল যায় তবে চেষ্টা করবেন মহল্লার শিশুরা যেন সেখানে হট্টগোল না করে, এমনি সারাদিন দেখুক কিন্তূ কেউ যেন একটা ইটের খোয়া তুলে তাদের দিক ছুড়ে না মারে। পারলে ঘরের দুইটা কলা দেন, যেহেতু এখন রোজার মাস তাই ফল ফলাদি সবার ঘরেই কম বেশী আছে। ওরা অতিথি হয়ে এসেছে কিছুদিন আমাদের গ্রামের বাগান কাঠাল ঘুরেফিরে আবারও নিজ চারন ভূমিতে ফিরে যাবে। আমরা চাই ওরা এই গ্রামের সফরটা একদম নির্ভয়ে নির্বিঘেœ ও নির্ঝঞ্ঝাটে পালন করুক, এতে হনুমানের দলের মত আমাদের মহান সৃষ্টিকর্তা অনেক অনেক খুশি হবে।” তিনি বলেন, এই হনুমান দলটি গত এক সপ্তাহ ধরে তেলিগাতী গ্রামের বিভিন্ন বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। ছেলে-মেয়েরা দেখে সবাই খুবই আনন্দিত। গ্রামের কৃতি সন্তান সৈয়দ শাহজাহান, জিএ দোলন,কবির আলম, আখতার হুসাইনসহ আরো অনেকে হনুমান যাতে বিলুপ্ত না হয় এ জন্য এই প্রানীকে সংরক্ষণ ও বিচরণের স্থায়ী বন্দোবস্ত করার দাবি জানান তারা।