স্থানীয় সংবাদ

নগরীর ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতির ইন্তেকাল : শোক

খবর বিজ্ঞপ্তি : সাবেক ছাত্রনেতা সৈয়দ মাইনুল ইসলামের পিতা, খুলনা মহানগর যুবদলের সভাপতি কাজী নেহিবুল হাসান নেহিম এর মামা, নগরীর ১নং ওয়ার্ড বিএনপির প্রতিষ্ঠাকালীন সাবেক সভাপতি সৈয়দ মনিরুল ইসলাম শনিবার (৩০ মার্চ) বেলা সোয়া ১১টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিএনপি নেতার মৃত্যুর খবর পেয়ে মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিনের নেতৃত্বে নেতাকর্মীরা মরহুমের বাসায় যান এবং শোকহত পরিবারের সাথে কিছু সময় অতিবাহিত করেন। এদিকে শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন এবং পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্ ুতায়ালার নিকট তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে গভীরভাবে সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, খুলনা মহানগর বিএনপি’র আহ্বায়ক এ্যাড. এস এম শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিনসহ মহানগর বিএনপি, থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button