কেটিআরইউ সদস্য সাংবাদিক ডালিমের পিতার মৃত্যুতে নেতৃবৃন্দে’র শোক

খবর বিজ্ঞপ্তি : খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সদস্য ও টেলিভিশন বাংলা টিভির খুলনা প্রতিনিধি তরিকুল ইসলাম ডালিমের পিতা আব্দুল লতিফ মোল্লা (৯০) বার্ধক্যজনিত কারনে গত ২৮মার্চ সকাল ৯টায় রুপসা উপজেলার মাছুয়াডাঙ্গা নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে—রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র, কন্যা ও নাতি-নাতনিসহ অসংখ্য গুইগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। রবিবার এক বিবৃতিতে নেতৃৃবৃন্দ এ শোক ও সমবেদনা জানান। বিবৃতিদাতারা হলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এটিএন বাংলার বিভাগীয় প্রধান এস.এম. হাবিব, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির (কেটিআরইউ) নবনির্বাচিত আহবায়ক ও মোহনা টিভির খুলনা ব্যুরো প্রধান মো: মুন্সি মাহবুব আলম সোহাগ, সদস্য সচিব ও এশিয়ান টিভির খুলনা বিভাগীয় প্রধান বাবুল আকতার, আহবায়ক কমিটির সদস্য ডিবিসি টিভির ব্যুরো প্রধান মো: আমিরুল ইসলাম, আনন্দ টিভির ব্যুরো প্রধান আমজাদ আলী লিটন, বৈশাখী টিভির ব্যুরো প্রধান মো: হেদায়েতুল্লাহ শেখ, সাবেক সহ-সভাপতি নিউজ ২৪-এর ব্যুরো প্রধান মো: শামসুজ্জামান শাহীন, সাবেক সভাপতি ইউটিভি’র ব্যুরো প্রধান সুনীল দাস, সাবেক সাধারণ সম্পাদক জিটিভি’র ব্যুরো প্রধান মো: লিয়াকত হোসেন, সাবেক যুগ্ম-সম্পাদক আরটিভির খুলনা প্রতিনিধি এসএম. মনিরুজ্জামান, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক চ্যানেল আই’র ব্যুরো প্রধান দানিয়েল সুজিত বোস ও সাবেক কোষাধ্যক্ষ এমডি. অসীম।