স্থানীয় সংবাদ

খুলনা এলপি গ্যাস ব্যবসায়ী মালিক সমিতির গভীর উদ্বেগ প্রকাশ

দীর্ঘদিন যাবত বসুন্ধরা এলপি গ্যাস সরবরাহ নেই

খবর বিজ্ঞপ্তি : দীর্ঘদিন যাবত বসুন্ধরা এলপি গ্যাস সরবরাহ না থাকায় উদ্বেগ প্রকাশ করে খুলনা এলপি গ্যাস ব্যবসায়ী মালিক সমিতির নেতৃবৃন্দ বলেছেন প্রত্যেক রিটেইলার দোকানে শত শত বসুন্ধরা সিলিন্ডার জমা পড়ে আছে। রিটেইলার গ্রহকদের গ্যাস সরবরাহ করতে পারছে না এটা নিয়ে ব্যবসায়ী এবং ক্রেতার মধ্যে বাকবিতন্ডা হচ্ছে। তাছাড়া পবিত্র রমজান মাসে গ্যাস না পেয়ে রোজাদাররা ব্যাপক কষ্ঠের মধ্যে রান্নাবান্নার কাজ সারছেন। প্রত্যেক দিন বহু সংখ্যক গ্রাহকরা গ্যাসের দোকানে ভিড় জমাচ্ছেন। কিন্তু গ্যাস রিটেইলাররা বসুন্ধরা গ্যাস দিতে পারছেন না। এটা নিয়ে বসুন্ধরার খুলনা এলপি গ্যাসের পরিবেশক শামছুজ্জামান শাহিন এর কোন মাথা ব্যাথা নেই। উপরোন্ত গ্যাস রিটেইলাররা অন্যান্য জেলা বা উপজেলা শহর থেকে গ্যাস সংগ্রহ করে খুলনায় সরবরাহ করার চেষ্টা করলে তাতেও পরিবেশক শামছুজ্জামান শাহিন নানা ভাবে বাধা বিঘœ সৃষ্টি করছে। এ বিষয়ে খুলনা জেলা প্রশাসক মহোদয়সহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ পূর্বক দ্রুত সমস্যার সমানের আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন-বিবৃতিদাতারা হলেন- সভাপতি শেখ মোঃ তোবারেক হোসেন তপু, সহ-সভাপতি হাজী শেখ মোশারফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ওয়াদুদ আহমেদ, মোঃ রাকিবুল ইসলাম, মোঃ বাবর আলী, মোঃ তামান্না, ডাঃ গোলজার হোসেন, মোঃ নুরুল হক, মোঃ সাদ্দাম হোসেন জুয়েল, মোঃ রফিক, মোঃ নাদিম মোল্লা বাবু, মোঃ আক্তার হোসেন, মোঃ জাকির হোসেন, বকসি সাইফুল ইসলাম, কামরান হোসেন কেমি, নজরুল ইসলাম বাবু, মোঃ সোহাগ প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button