স্থানীয় সংবাদ

পাইকগাছায় মৎস্য লীজ ঘের জবর দখল চেষ্টা ও মারপিটের ঘটনায় মামলা

দুই ইউপি সদস্য সহ শতাধিক আসামী

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ পাইকগাছার পল্লীতে আলোচিত মৎস্য লীজ ঘের জবর দখল চেষ্টা ও হামলা ও মারপিটের ঘটনায় এবার আদালতে মামলা হয়েছে। উপজেলার সোলাদানা ইউনিয়নের কাইনমুখী গ্রামের কালিপদ মন্ডলের ছেলে কৃষ্ণপদ মন্ডল বাদী হয়ে ৩১ মার্চ খুলনার (দ্রুত বিচার) আদালতে মামলাটি করেছেন। যার নং- সিআর ৩/২০২৪। মামলায় প্রতিপক্ষ কুমুদরঞ্জন সানা (৫০), জগবন্ধু সানা (৪৮), ইউপি সদস্য শেখর ঢালী (৩৬) ও কালাম সানা (৩২) সহ ১২ জনের নাম উল্লেখ ও ৮০/৯০ জনকে অজ্ঞাতনামা আসামী করেছেন। আদালত মামলাটি সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি- সার্কেল) কে তদন্ত দিয়েছেন। মামলা সূত্রে জানাযায়, উপজেলার পশ্চিম কাইনমুখী গ্রামের কালিপদ মন্ডলের পুত্র কৃষ্ণপদ মন্ডল সুদীর্ঘ দিন যাবৎ উপজেলার কাইনমুখী মৌজার এস,এ ৪৩ খতিয়ানভুক্ত বিআর- ২০, ২১ ও ৩৫ খতিয়ানে ১২.৭৫ একর জমিতে ধান্য ও মৎস্য চাষ করে আসছেন। এ সম্পত্তি নিয়ে উপজেলার চারবান্ধা গ্রামের গিরিশ চন্দ্র সানার পুত্র কুমুদ রঞ্জন সানা ও জগবন্ধু সানা গংদের সাথে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। বিরোধকে কেন্দ্র করে আদালতে মামলা এবং থানায় শালিশী বৈঠক হয়েছে। কৃষ্ণপদ মন্ডল জানান, তফসীল সম্পত্তিতে আমাদের পূর্ব পুরুষগণ বহুপূর্ব হইতে পাকাবাড়ী ও পাকা মন্দির, সান বাঁধানো পুকুর ও ২৫টির অধিক ঘর বাড়ী তৈরী করে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। প্রতিপক্ষরা শতাধিক লোকজন নিয়ে ২৮ মার্চ রাতে তফসীলভুক্ত মৎস্য লীজ ঘেরে হামলা করে জবর দখলের চেষ্টা করে। এ সময় বাঁধা দিতে গেলে তারা বেদম মারপিট করে রক্তাক্ত জখম করে। এতে আমাদের বেশ কয়েকজন খুব গুরুতর জখম হয়। এ ঘটনায় খুলনার বিজ্ঞ আইন শৃংখলা বিঘœকারী অপরাধ (দ্রুত বিচার) আদালতে ৩/২০২৪ সিআর মামলা করা হয়েছে। এ প্রসঙ্গে ইউপি সদস্য শেখর ঢালী জানান, এ ধরণের মৎস্য লীজ ঘের, জবর দখল এবং হামলা ও মারপিট এর সঙ্গে আমার কোন সংশ্লিষ্টতা নয়। স্থানীয় বিরোধ ও ইউপি নির্বাচনকে ঘিরে একটি মহল আমাকে হয়রানীমূলক আসামী করেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button