স্থানীয় সংবাদ

রামপালে ডিবি পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাই

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের রামপাল উপজেলার খুলনা-মোংলা মহাসড়কে প্রকাশ্য দিবালোকে ডিবি পুলিশ পরিচয়ে একটি ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। খুলনা-মোংলা মহাসড়কের রামপাল ভট্টবালিয়াঘাটা ব্রিজ এলাকা থেকে রবিবার দুপুরের দিকে উপজেলার উজলকুড় গ্রামের মৃত ইমান আলীর ছেলে মোঃ ইকবালের ইজিবাইকটি ছিনতাই হয়। ক্ষতিগ্রস্থ ইজিবাইক চালক ইকবাল জানান, ফকিরহাট উপজেলার কাটাখালি মোড় থেকে রামপাল সোনাতুনিয়া যাওয়ার কথা বলে যাত্রী হয় একজন। তাকে নিয়ে ইকবাল সোনাতুনিয়া উদ্দেশ্যে রওনা হয়। ইজিবাইক নিয়ে ভট্টবালিয়াঘাটা ব্রিজের কাছে আসলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেট কার থেকে ৩/৪জন লোক নেমে তার গতিরোধ করে। এ সময় তারা গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় ব্যবহার করে বলে তার গাড়ির ভেতরের যাত্রী ইয়াবা ব্যবসার সাথে সম্পৃক্ত এবং ইকবালও মাদক ব্যবসার সাথে জড়িত আছে। এরকম ভিত্তিহীন অভিযোগ দিয়ে তাদের প্রাইভেটকারে তুলে নেয়। চক্রের আরেক সদস্য ইজিবাইক থানায় নিয়ে যাওয়ার কথা বলে সে হারিয়ে যায়। ইকবাল আরো জানান, গাড়ির মধ্যে ছিনতাইকারিরা তাকে অনেক ভঁয়-ভীতি দেখায় এবং তাকে শারিরীকভাবে নির্যাতন করে। একপর্যায়ে রামপালের বেলাই ব্রিজ এলাকায় ইকবালকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে তারা পালিয়ে যায়। বিষয়টি রামপাল থানা পুলিশ কে জানানো হয়েছে। এ বিষয়ে রামপাল থানার ওসি সোমেন দাস জানান, আমরা জানতে পেরেছি ভট্টবালিয়াঘাটা ব্রিজ এলাকা থেকে একটি ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে কেউ এখনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button