লোডশেডিং নিরসনের দাবি খুলনা নাগরিক ঐক্যের

খবর বিজ্ঞপ্তি : শাসকদের প্রতিশ্রুতি শর্তেও মাহে রমজানে লোডশেডিং এর কারণে জীবন যাত্রা অতিষ্ট হয়ে পড়েছে। হিমায়িত চিংড়ি, বরফকল, রাইসমিল ও অন্যন্য শিল্প প্রতিষ্ঠানে উৎপাদন ব্যাহত হচ্ছে, গ্রাহককে ঠিকই বিল গুনতে হচ্ছে। অথচ লোডশেডিং এর কারণ ওজোপাডিকো গ্রাহকদের কাছে ব্যাখা দিচ্ছে না। অজানায় থেকে গ্রাহক শুধু দূর্ভোগ পোহাচ্ছে।
গতকাল শুক্রবার বিকেলে পশ্চিম টুটপাড়ায় নাগরিক ঐক্যের এক কর্মিসভায় বক্তারা এ দাবি তোলেন। বক্তারা বলেন, বোরো চাল বাজারে আসার মুহুর্তে শাসকরা ৩০ প্রতিষ্ঠানকে ৮৩ হাজার মেট্টিকটন চাল আমদানির অনুমতি দিয়ে দক্ষিণের কৃষককে নায্য মূল্য থেকে বঞ্চিত করবে। এ সিদ্ধান্ত মুলত শিল্পপতি ও আমদানিকারকদেও স্বার্থে। মোঃ হযরত আলী গাজি এ সভায় সভাপতিত্ব করেন। বক্তৃতা করেন দলের নগর শাখার সদস্য সচিব কাজী মোতাহার রহমান। সভায় পশ্চিম টুটপাড়া এলাকার মোঃ হযরত আলী গাজি, মোঃ ফরিদ মোল্যা ও আব্দুল জলিল হাওলাদার কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে দলে যোগদান করেন।