স্থানীয় সংবাদ

শিশুদের মসজিদমূখী করতে ইয়ুথ কমিউনিটির পুরস্কার ঘোষণা

পুরো রমজানে ৫ওয়াক্ত সালাত জামায়াতে আদায়ে ৭০ শিশু-কিশোর পাচ্ছে সাইকেলসহ বিভিন্ন পুরস্কার

স্টাফ রিপোর্টার ঃ শিশু কিশোরদের মসজিদ মূখী করার লক্ষ্যে খুলনার দৌলতপুর, পাবলা সবুজ সংঘ মসজিদ আল আবেদীনে ইয়ুথ কমিউনিটি পুরস্কারের ঘোষণা দিয়েছেন। এরই ধারাবাহিকতায় ১’লা রমজান থেকে ২৭শে রমজান পর্যন্ত মসজিদে নিয়মিত ৫ ওয়াক্ত সালাত জামায়াতের সহিত আদায়ে সাইকেল সহ বিভিন্ন পুরস্কার জিতে নিয়েছে ৭০ জন শিশু-কিশোর। আগামী সোমবার (৮ এপ্রিল) বাদ যোহর নামাজ শেষে মুসল্লী অভিভাবকদের উপস্থিতিতে মসজিদের দোতালায় তাদের পুরস্কৃত করা হবে। মসজিদ কমিটির সার্বিক তত্ত্বাবধানে ইয়ুথ কমিউনিটির এক ঝাঁক তরুণ শুরু থেকে শেষ পর্যন্ত নিবেদিত হয়ে কাজ করেন। প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশু-কিশোরদের নাম রেজিস্ট্রেশন ও নিয়মিত নামাজের জামাত শেষে উপস্থিতি নিশ্চিতকরণ বাধ্যতা মূলক ছিল। এ কাজে সার্বিক সহযোগিতায় ছিলেন রফিকুল ইসলাম রতন, ইয়াসির আরাফাত রাসেল, এম এম আতিকুর রহমান রিপন, আলী রেজা মোহাম্মদ তাওয়াব, শেখ জিশান আল জামান, সাজিদ রহমান, এম এম হাসান, মোঃ আশিক ইমতিয়াজ, খন্দকার আল মামুন, আসাদুর রহমান সাগর, মোঃ সবুজ শেখ, মোঃ জামাল মোড়ল, আলী আম্মার মোঃ তাকি, কাজী মুসফিকুল আলম তুরান, শেখ নিশান আল জামান, মোঃ জাহাঙ্গীর, আব্দুস সালাম, ফারহান রহমান শিকদার ও হুসাইন মোঃ সাকিব প্রমূখ। সবুজ সংঘ মসজিদ আল আবেদীনের কমিটির সদস্যরা বলেন, ইয়ুথ কমিউনিটি কর্তৃক আয়োজিত এধরনের কর্মকা- মূলত শিশু কিশোরদের নামাজের প্রতি উৎসাহ জোগাবে। এ প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১৫ বছরের শিশু কিশোররা টানা ২৮ দিন জামাতের সাথে সালাত আদায় করলে সাইকেল পুরস্কার দেওয়া হবে। এ ঘোষণায় উৎসাহিত হয়ে শিশু কিশোররা মসজিদে জামাতে নামাজ আদায় করে। ১০৯ জন প্রতিযোগীর মধ্যে যাচাই- বাছাই করে ৩৫ জন কে সাইকেল ও অন্যান্যদের বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করা হবে। স্থানীয় অভিভাবকরা এমন উদ্যোগের ভুয়সী প্রশংসা করে বলেন- এ কার্যক্রম বাচ্চাদের নামাজের প্রতি আগ্রহী করে তুলেছে। আমরা বিষয়টি কিছুদিন ধরে লক্ষ্য করছি যে ছেলেরা নামাজের নিয়মিত আসছে ও তাদের পদচারণায় মসজিদ সব সময় মুখরিত।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button