স্থানীয় সংবাদ

লবনচরা দারোগার লীজ এলাকায় মিললো অজ্ঞাত যুবকের লাশ

স্টাফ রিপোর্টার : নগরীর খুলনা-মংলা মহাসড়কের দারোগার লীজ এলাকায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে লবনচরা থানা পুলিশ। ওই যুবকের বয়স হবে আনুমানিক ২৫ থেকে ৩০ বছর। গত শনিবার রাত ১০টা থেকে রবিবার সকাল ৮টা মধ্যে যে কোন সময়ে এ হত্যাকান্ড হয়েছে বলে পুলিশ ধারনা করছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রবিবার সকাল সাড়ে ৮টায় লবণচরা থানা পুলিশ সংবাদ পান, লবণচরা থানাধীন খুলনা-মংলা মহাসড়কের দারোগার লীজ নামক স্থানে রাস্তার দক্ষিণ পাশে মহাসড়কের ২০ ফিট দূরে একজন অজ্ঞাতনামা ২৫/৩০ বছরের এক ব্যক্তির লাশ পড়ে আছে। উক্ত সংবাদের ভিত্তিতে দ্রুত লবণচরা থানার ডিউটিরত মোবাইল-৩ ও মোবাইল-৩৩ এর অফিসার ও ফোর্স এবং অফিসার ইনচার্জ, লবণচরা থানা, কেএমপি, খুলনা এবং পুলিশ পরিদর্শক (তদন্ত), কেএমপি, খুলনাসহ থানার অন্যান্য অফিসার ও ফোর্স ঘটনাস্থলে যেয়ে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেন। ওই যুবকের পরিচয় জানার চেষ্টা অব্যহত আছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button