স্থানীয় সংবাদ

বরিশাল সমিতি’র উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল

খবর বিজ্ঞপ্তি : ঐতিহ্যবাহী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, খুলনা’র উদ্যোগে ৮ এপ্রিল সোমবার বিকেল ৩টায় খুলনা মহানগরীর ১২নং ওয়ার্ডে সমিতির খালিশপুর থানা কার্যালয় চত্বরে অসহায় দুস্থ শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। খালিশপুর থানা শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব আশরাফ হোসেনের সভাপতিত্বে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমিতির কেন্দ্রীয় প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. আব্দুল মালেক। বিশেষ অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা ও সংগঠক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কে এম আলম, বীর মুক্তিযোদ্ধা কাজী মতিউর রহমান, খুলনা কর আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব রোটাঃ এ্যাড. নজরুল ইসলাম হাওলাদার, সাবেক কাউন্সিলর পারভীন আক্তার, এইচ এম আবু সালেক, মোঃ ইউনুস আলী সরদার, সমাজসেবক মোঃ কামরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ্ব রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার। সমিতির খালিশপুর থানা কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লার সঞ্চালনায় পবিত্র কালামে পাক থেকে তেলওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন অনুষ্ঠানের সদস্য সচিব এম এ সালাম এবং ধন্যবাদ জ্ঞাপন করেন অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী আলহাজ্ব রোটাঃ আলতাফ হোসেন। অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত সমিতির প্রভাবশালী ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও সমাজসেবক আলহাজ্ব রোটাঃ অধ্যক্ষ দেলওয়ার বেগমের স্মৃতিচারণান্তে বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন আলহাজ্ব ইঞ্জিঃ কাজী এনায়েত হোসেন, আলহাজ্ব এনামুল কবির, আলহাজ্ব আমজাদ হোসেন, শ্রমিক নেতা বাচ্চু মিয়া, মোঃ মুজিবর রহমান, এম আলতাফ হোসেন, মুজিবর রহমান বাবুল, সাংবাদিক মামুন রেজা হাওলাদার, দেলওয়ার হোসেন, মেগা মাসুদ রানা, জাকিয়া সুলতানা, লিটন হাওলাদার, এপিএস মাসুদ রানা, ফজিলাতুননেছা, ফরহাদ হোসেন লিটন, আব্দুর রাজ্জাক খোকন, রানা হাওলাদার প্রমুখ। অনুষ্ঠানে পবিত্র রমযানের নাজাতের দশকে সমিতির প্রয়াত সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত, অসুস্থ সদস্যদের আশু সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন প্লাটিনাম গেট মাদ্রাসার শিক্ষক হাফেজ মোঃ শাহ আলম।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button