কাউন্সিলর টিপুর বাড়ীতে দুর্র্বৃত্তদের বোমা হামলার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার ঃ খুলনা সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর ও খুলনা মহানগর সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি গোলাম রব্বানী টিপুর দেয়ানা উত্তরপাড়া হোসেন শাহ্ রোডস্থ নিজ বাড়ীতে রবিবার (৭ এপ্রিল) দিবাগত রাতে বোমা হামলাকারিদের গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে দেয়ানা ৪নং ওয়ার্ডবাসী ও দৌলতপুরের সর্বস্তরের জনসাধারনের আয়োজনে মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় দৌলতপুর উত্তরা ব্যাংক সংলগ্ন খুলনা-যশোর মহাসড়কে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রতিবাদী মানবন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন খুলনা মহানগর আ’লীগের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, মুক্তিযোদ্ধা শেখ মোশারেফ হোসেন, বিএল কলেজের সাবেক জিএস ও দৌলতপুর থানা আ’লীগের সাঃ সম্পাদক শহীদুল ইসলাম বন্দ, আ’লীগ নেতা ও ৫নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মাদ আলী, সংরক্ষিত কাউন্সিলর শাহিদা বেগম, আ’লীগ নেতা এমএ সেলিম, আঃ রউফ মোড়ল, শেখ অহিদুজ্জামান, শেখ সোলায়মান, রানা পারভেজ সোহেল, শেখ আকরাম হোসেন, খন্দকার কামরুল হাচান, ডাঃ এম এ মান্নান, আনিস মোড়ল, সেচ্ছাসেবক লীগ নেতা মোস্তাফিজুর রহমান কামাল, নজরুল ইসলাম নবী, সাংবাদিক গোলাম রসুল বাদশা, ইব্রাহিম মোড়ল, মহিউদ্দিন আহমেদ রাজু, লোকমান সরদার, সেলিম শিকদার, মামুন, শাহিন, সোহেল মোল্লা, সামদানী মোল্লা, আঃ মান্নান, রাজু মোল্লা, শাহীন মোল্লা, গোলাম নবী, মুরাদ, মনির, আনারুল শেখ, মনিরুল শেখ, আনিচ, মোল্লা ইকরামুল কবির, নুর ইসলাম, শেখ শহীদুল, সোহেল, মুন্না গাজী, মিজা, মাসুদুল হক মাসুম,লিটুল, আহাদসহ দেয়ানা ও দৌলতপুরে সর্বস্তরের জনসাধারণ। বক্তৃরা বলেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধির বাড়ীতে গভীর রাতে দুর্বৃত্তদের বোমা হামলা কোনো ভাবেই মেনে নেওয়া যায়। যে বা যারা এই জঘন্য ঘটনাটি ঘটিয়েছে তাদের দ্রুত সময়ের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেছেন। উল্লেখ্য, গত রবিবার (৭ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক পৌনে ৪টার দিকে খুলনা সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের সুযোগ্য ও জনপ্রিয় কাউন্সিলর গোলাম রব্বানী টিপুর দেয়ানা উত্তরপাড়া হোসেন শাহ্ রোডস্থ নিজ বাড়ীতে মোটরসাইকেল যোগে আসা অজ্ঞাত একদল দুর্বৃত্তরা ককটেল সাদৃশ্য ৩টি বোমা ছুঁড়ে মেরেই মোটরসাইকেল যোগে পালিয়ে যাই।