স্থানীয় সংবাদ

সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ ও জঙ্গিবাদ প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে

দেয়ানায় ঈদ ও বৈশাখী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে : এস এম কামাল

স্টাফ রিপোর্টার ঃ পহেলা বৈশাখ বাঙালীর ঐহিত্য। পহেলা বৈশাখের মধ্যে বাঙালীর শিকড় খুঁজে পাওয়া যায়। বাঙালী হাজার বছর ধরে তার ঐহিত্যকে ধরে রাখতে চেয়েছে, কিন্তু বার বার সম্প্রদায়িক শক্তি, বার বার অপশক্তি, জঙ্গিবাদের গোষ্ঠ আমাদের উপর আঘাত করেছে। পাকিস্তানের হানাদার সাময়িক শাসক আঘাত করেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে ত্রিশ শহীদের রক্তের বিনিময়ে, দুই লক্ষ মা-বোনের সম্ভাম হারানোর বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল বলেই মুক্তভাবে আমাদের অস্তিত্বকে আমরা স্বীকার করতে পারি। বঙ্গবন্ধুকে হত্যা করার পর আবার আঘাত এসেছিল। আজকে বাংলাদেশে স্বাধীনতার স্থাপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরতœ, জননেত্রী সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা নতুন করে এগিয়ে যাচ্ছি। বাঙালীর প্রাণের উৎসবকে পহেলা বৈশাখ বাংলা নববর্ষকে অনুপ্রানিত করার জন্য এক কোটি লোককে ভাতা দেওয়া হয়েছে। এক কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া হয়েছে। বিনামূল্য ১০ কেজি চাল দেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য আমরা ভালো থাকতে চাই, আমাদের লক্ষ্য আমরা শান্তিতে থাকতে চাই, আমাদের লক্ষ্য আমরা নিরাপদে থাকতে চাই। তবে ভালো থাকার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ, জঙ্গিবাদ। সকলে ঐক্যবদ্ধ থাকলে আমি কথা দিচ্ছি এই এলাকায় সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ, জঙ্গিবাদ থাকবে না। বঙ্গবন্ধু তন্বয়া জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন জনগনের প্রতিনিধি হিসাবে আমাকে পাঠিয়েছেন এলাকায় মানুষের সেবা করার জন্য, আমার ভাগ্য পরিবর্তনের জন্য নয়। আপনাদের সুখে-দুঃখে, বিপদে-আপদে, দুর্দিনে-দুঃসময়ে আপনাদের পাশে থাকার জন্য। আমি আপনাদের ভাই হিসাবে আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের সুখে-দুঃখে, বিপদে-আপদে, দুর্দিনে-দুঃসময়ে আপনাদের পাশে থাকতে চাই। এই এলাকাটিতে বাসযোগ্য, নিরাপদ করে তুলতে আপনাদের সকলের সহযোগীতা চাই। রবিবার (১৪ এপ্রিল) নগরীর দৌলতপুরস্থ দেয়ানা নর্থ ন্যাশনাল ক্লাবের আয়োজনে ক্লাবের সভাপতি মনজুর আহসান শিপলুর সভাপতিত্বে ও সাঃ সম্পাদক গাজী শরীফুল ইসলাম ওহিদের সঞ্চলনায় ৪৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, ঈদ ও বৈশাখি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেছেন খুলনা- ৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাঃ সম্পাদক এস এম কামাল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট পাট রপ্তানিকারক ও সমাজ সেবক আলহাজ¦ শেখ আঃ মান্নান, বিজেএর সাবেক চেয়ারম্যান ও দৌলতপুর থানা আ’লীগের সভাপতি শেখ সৈয়দ আলী, বিশিষ্ট ব্যবসায়ী গাজী কামরুল ইসলাম, আকাঙ্খা গ্রপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ¦ শেখ মাহবুব রহমান, বিএল কলেজের সাবেক জিএস ও দৌলতপুর থানা আ’লীগের সাঃ সম্পাদক শহিদুল ইসলাম বন্দ, ৪নং ওয়ার্ডের সুযোগ্য ও জনপ্রিয় কাউন্সিলর গোলাম রব্বানী টিপু, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ মোঃ জাহাঙ্গীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন ৪৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, ঈদ ও বৈশাখি মেলার আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোল্লা সবুর, সদস্য সচিব আসিবুল হক অনি, সাবেক কাউন্সিলর শেখ কামরুজ্জামান, মোঃ লুৎফুর রহমান, ৪নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আঃ রউফ মোড়ল, সাঃ সম্পাদক মোঃ অহিদুজ্জামান, দৌলতপুর থানা অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ^াস, আ’লীগ নেতা এমএ সেলিম, রানা পারভেজ সোহেলসহ মেলা পরিচালনা কমিটির নেতৃবন্দ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button