নগরীতে গাঁজা ফেন্সিডিল ও ইয়াবাসহ ৬মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- নগরীর টুঙ্গিপাড়ার বাগারকুল গ্রামের বাসিন্দা সুলতান আহম্মেদ সুমনের ছেলে সাফিউল মোল্লা(২৩), পাবলার আশরাফ শেখের ছেলে আব্দুল্লাহ শেখ(২৩), দর্শনা হরিসপুর পশ্চিমপাড়ার মৃত: আব্দুল আলীমের ছেলে মোঃ নাছিম হুসাইন(১৯), গগণ বাবু রোডের মৃত: আব্দুর রব সরদারের মেয়ে মোসাঃ মুক্তা বেগম(২৮), বৈকালির হারুন হোসেনের ছেলে পাপ্পু হোসেন(৩০), ঘাটভোগ রূপসার আব্দুল মালেক শেখের ছেলে মোঃ মোস্তফা কামাল(২৭)। এদেরকে খুলনা মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ৮০০ গ্রাম গাঁজা, ২০ বোতল ফেন্সিডিল এবং ৬০ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৬ টি মাদক মামলা দায়ের করা হয়েছে।