মোড়েলগঞ্জ ও মোল্লাহাটে পৃথক সড়ক দুর্ঘটনা ঃ পরিবহন বাসের হেলপার নিহত

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের মোড়েলগঞ্জ ও মোল্লাহাট উপজেলায় পৃথক ২ টি সড়ক দুঘটনা হয়েছে। এরমধ্যে মোল্লাহাটের দুর্ঘটনায় রাজা মিয়া(২৪) নামের একজন পরিবহন বাসের হেলপার নিহত এবং মোড়েলগঞ্জে পরিবহন বাসের ধাক্কায় স্ট্রীলের ব্রীজের রেলিং ভেঙ্গে ওই সড়কের সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া সেলের পরিদর্শক সৈয়দ বাবুল আক্তার জানান, ঢাকা থেকে বাগেরহাটের রায়েন্দাগামী একটি পরিবহন বাস বুধবার ভোররাতে জেলার মোড়েলগঞ্জ উপজেলা সদরের আঞ্চলিক মহাসড়কের স্টীল ব্রীজের রেলিং এ ধাক্কা লেগে দুর্ঘটনায় পতিত হয়। এখানে কোন হতাহত না হলেও ব্রীজের রেলিং ভেঙ্গে মোড়েলগঞ্জ-শরনখোলা আঞ্চলিক মহাসড়কের সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। বুধবার দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত ব্রীজটি স্বাভাবিক হয়নি। তবে চেষ্টা অব্যাহত রেখেছে সড়ক বিভাগ। অপরদিকে, ঢাকা-খুলনা মহাসড়কের মোল্লহাট উপজেলার কেন্দুয়া ব্রীজ এলাকায় বুধবার রাত ৩ টার দিকে খুলনাগামী জিএমএস পরিবহনের একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার উপরই দুঘর্টনায় পতিত হয়। এতে ওই পরিবহন বাসের হেলপার মারাত্বক আহত হয়। তাকে প্রথমে পাশর্^বর্ত্তি ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিলে তাকে খুলনা রেফার করা হয়। খুলনায় নেওয়ার পতিমধ্যেই রাজা মিয়া মারা যায়। খবর পেয়ে রাতেই মোল্লাহাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিবহন বাসটি জব্দ করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছে।#