স্থানীয় সংবাদ

মরহুম ৪ আইনজীবীর সদস্য কল্যাণ তহবিলের চেক বিতরণ অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি : খুলনা জেলা আইনজীবী সমিতির ৩ জন বিজ্ঞ সদস্য মরহুম এ্যাড: শাহ্ মো: ছাবিরুর রহমান ফারুক, মরহুম এ্যাড: মো: আলাউদ্দিন, মরহুম এ্যাড: শেখ মো: লুৎফুল কবির নওরোজ এবং মরহুম এ্যাড: সোহেল পারভেজ এর সদস্য কল্যান তহবিলের টাকা ১৮ এপ্রিল খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড: মো: সাইফুল ইসলাম এবং সমিতির সাধারণ সম্পাদক এ্যাড: এস এম তারিক মাহমুদ তারার নেতৃত্বে প্রদান করা হয়। উক্ত চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ্যাড কে,এম ইকবাল হোসেন, এ্যাড:এম এম সাজ্জাদ আলী, এ্যাড: আশরাফ আলী পাপ্পু, এ্যাড: কে,এম শহিদুল ইসলাম, এ্যাড: খোরশেদ আলম, এ্যাড: উল্লাস কর বৈরাগী, এ্যাড: আব্দুল জলিল, এ্যাড:মতিয়ার রহমান, এ্যাড শেখর ঢালী, এ্যাড: রথীন্দ্রনাথ সরদার, এ্যাড: জিয়াদুল ইসলাম, এ্যাড: মেহেদী হাসান, এ্যাড: আব্দুল কুদ্দুস সহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ এড: কে,এম মিজানুর রহমান, এড: শিরিন আক্তার পপি, এড: তমাল কান্তি ঘোষ, এড: কাজী সাইফুল ইমরান, এড: মো: আসাদুজ্জামান গাজী মিল্টন, এড: ওমর ফারুক রনি, এড: সরদার আশরাফুর রহমান দিপু, এড: এস,এম আব্দুস সাত্তার, এড: প্রজেশ রায়, এড: মো: মনিনুর ইসলাম মনির,্ এড: সাবিরা সুলতানা হ্যাপি, এড: খাদিজা আক্তার টুলু সহ আরো অনেকে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button