খুলনায় দশ দিনব্যাপী মোস্তফা রশিদী সুজা সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু

স্টাফ রিপোর্টারঃ খুলনা নাট্য নিকেতন আয়োজিত দশ দিনব্যাপী এস এম মোস্তফা রশিদী সুজা সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪ শুক্রবার থেকে শুরু হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন খুলেনা নাট্য নিকেতনের আহবায়ক কমিটির আহবায়ক অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল। স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব মোকলেসুর রহমান বাবলু। আরো বক্তব্য রাখেন মুস্তাক সেলিম পপলু, এনামুল হক বাচ্চু, মোড়ল জাহাঙ্গীর হোসেন, টপি বাড়ৈ, রুমি খন্দকার, শেখ আবেদ উল্লাহ। উদ্বোধনের সময় উদ্বোধক বলেন, এই প্রতিযোগিতাকে টিকিয়ে রাখার জন্য আমরা শুধু একটা জিনিস কে গুরুত্ব দেই যা হলো গুণগত মান লক্ষ্য রেখে আমরা চাই কোন বাচ্চাই যেন তার প্রতিভা বিকাশে বঞ্চিত না হয়। তাই আপনারা যারা আজকে বিচারকের দায়িত্ব পেয়েছেন আপনারা সততার সাথে বিচারকার্য পরিচালনা করবেন। এই প্রতিযোগিতায় সর্বমোট ছয় শতাধিক ছাত্র ছাত্রী অংশগ্রহণ করে ১৫ টি বিষয় চার ভাগে বিভক্ত হয়ে, আগামী ১০ মে সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে।