পথের বাজারে নির্যাতিত গৃহবধূর মামলায় আসামী জেল হাজতে

সহযোগির মামলা তুলে নিতে হুমকি থানায় জিডি
ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ নগরীর খানজাহান আলী থানার পথের বাজারে পাওনা টাকা চাইতে গিয়ে নির্যাতনের স্বীকার গৃহবধু মুন্নি বেগমের দায়ের করা মামলায় গত ১৬ এপ্রিল আসামি জাহিদ খান আদালতে আতœসমর্পন করলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। এর আগে শ্লীতাহানি , মারপিট, সহ বিভিন্ন অভিযোগে গত ৭ এপ্রিল মুন্নি বেগম খানজাহান আলী থানায় পথের বাজার ওহাব জুট মিলের সর্দার মোঃ জাহিদ খান, পথের বাজার এলাকার রস্তম আলীর পুত্র জাকির ও আলীম জুট মিলের শ্রমিক কলোনির রহুল শিকদার সহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে যার নং ০৬। ১৯ এপ্রিল মুন্নি বেগম পুনরায় তাকে জেলহাজতে আটক জাহিদ খান এর সহযোগি শামিম লস্কর মামলা তুলে নেওয়ার জন্য হুমকী ধামকি বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদান করছে এমন অভিযোগে থানায় সাধারন ডায়েরী করেছেন যার নং ১০৮৩ । ডায়েরীতে তিনি উল্লেখ করেন শামিম লস্কর এর বিরুদ্ধে অভয়নগর থানায় ধর্ষন ও পর্নোগ্রাফি আইনে মামলা রয়েছে । যে কোন সময় তার বড় ধরনের ক্ষতি করতে পারে। খানজাহান আলী থানার ওসি মোঃ হাফিজুর রহমান বলেন মুন্নি বেগম জিডি করেছেন জিডি তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।