স্থানীয় সংবাদ
দৈনিক পূর্বাঞ্চল’র মফস্বল সম্পাদকের মৃত্যুতে শোক

খবর বিজ্ঞপ্তি : দৈনিক পূর্বাঞ্চল’র মফস্বল সম্পাদক অধ্যাপক গোলাম মোস্তফা সিন্দাইনীর মৃত্যুতে খুলনা পুরাতন বাজার কালিবাড়ি মন্দিরের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন মন্দিরের সেবায়েত ও পুরোহিত শিবচন্দ্র ব্যানার্জী, শ্যামল হালদার, গোপী কিষান মুন্ধাড়া, প্রশান্ত কুমার কুন্ডু, ভোলানাথ ভট্টচার্য, ধর্মীয় সংবাদ পরিবেশক সুব্রত হালদার তপা, প্রশান্ত ব্যানার্জী, সুশান্ত ব্যানার্জী ও উজ্জল ব্যানার্জী।