স্থানীয় সংবাদ

সিনিয়র আইনজীবী এ্যাডঃ শেখ ফয়সাল করিমের মৃত্যুতে শোক সভা

শোক সভা ও দোয়া মাহফিল

খবর বিজ্ঞপ্তি : সিনিয়র আইনজীবী এ্যাডঃ শেখ ফয়সাল করিমের মৃত্যুতে শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। ২১ এপ্রিল সকাল সাড়ে ১১টায় ১নং হলরুমে উক্ত (বঙ্গবন্ধু ভবন) সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এ্যাড: মোঃ সাইফুল ইসলাম ও সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক এ্যাড: এস,এম, তারিক মাহমুদ তারা। শোক সভায় উপস্থিতদের মধ্যে বক্তৃতা রাখেন এবং উপস্থিত ছিলেন এ্যাড: কাজী বাদশা মিয়া, এ্যাড: আব্দুল মালেক, এ্যাড: মোঃ মাসুম, এ্যাড: হারুনুর রশিদ, এ্যাড: মোঃ এনামুল হক, এ্যাড: কে, এম, ইকবাল হোসেন, এ্যাড: মোহাম্মদ মাসুম, এ্যাড: আব্দুল লতিফ, এ্যাড: এস, এম সাজ্জাদ আলী, এ্যাড: লতিফুর রহমান লাবু, এ্যাড: আরিফ মাহমুদ লিটন, এ্যাড: হারুনুর রশিদ, এ্যাড: সমির ভট্টাচার্য্য, এ্যাড: হিমাংশু চক্রবর্তী, এ্যাড: রোজিনা আক্তার, এ্যাড: মোঃ মোমিন উদ্দিন, এ্যাড: ফালগুনি ইয়াসমিন মিতা, এ্যাড: সন্দীপ রায়, এ্যাড: মোঃ নজরুল ইসলাম, এ্যাড: কাজী আব্দুল আহাদ, এ্যাড: শামিম মোশাররফ, এ্যাড: রোজিনা আক্তার, এ্যাড: নিমাই রায়,এ্যাড: নুরুন নাহার লাকি, এ্যাড: মোঃ জলিল, এ্যাড: মতিয়ার রহমান মোল্লা, এ্যাড: নুরুজ্জামান মির্জা, এ্যাড: শিকদার হাবিবুর রহমান, এ্যাড: মুন্সি মুস্তাফিজুর রহমান, এ্যাড: রথিন্দ্রনাথ সরদার, এ্যাড: আশরাফ আলী পাপ্পু, এ্যাড: গাজী রাজু আহমেদ, এ্যাড: নাজমুল হক, এ্যাড: মোঃ মেহদী হাসান, এ্যাড: আসিফ নাঈম, এ্যাড: রেহেনা চৌধুরী, এ্যাড: সমীরন গোলদার, এ্যাড: মোঃ আনোয়ার হোসেন, এ্যাড: খোরশেদ আলম, এ্যাড: নাসরিন নাহার পেস্তা, এ্যাড: শিউলী সেরনিয়াবাদ, এ্যাড: তামিমা লতিফ ¯িœগ্ধা, এ্যাড: রওগন আরা, এ্যাড: ইলিয়াস হোসেন, এ্যাড: সোহেল পারভেজ, এ্যাড: নাসির উদ্দিন, এ্যাড: মিনা রানী, এ্যাড: আব্দুল কুদ্দুস, এ্যাড: জিয়াদুল ইসলাম, এ্যাড: শফিক মোল্লা জনি, এ্যাড: জাহাঙ্গীর হোসেন, এ্যাড: সেখর ঢালী, এ্যাড: তাপস রাহা, এ্যাড: অশোক গোলদার, এ্যাড: দুর্গা পদ বাওয়ালী, এ্যাড: মোর্শেদ মঞ্জর, এ্যাড: সমীর কুমার ঘোষ, এ্যাড: আব্দুল করিম, এ্যাড: পামেলী কাদের সহ কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি এ্যাড: কে,এম মিজানুর রহমান, সহ-সভাপতি এ্যাড: শিরিন আক্তার পপি, যুগ্ম-সম্পাদক এ্যাড: তমাল কান্তি ঘোষ, লাইব্রেরী সম্পাদক এ্যাড: কাজী সাইফুল ইমরান, সাহিত্য সম্পাদক এ্যাড: মোঃ আসাদুজ্জামান গাজী (মিল্টন) ও সদস্যদের মধ্যে এ্যাড: ওমর ফারুক রনি, এ্যাড: সরদার আশরাফুর রহমান (দিপু), এ্যাড: এস, এম, আব্দুস সাত্তার, এ্যাড: প্রজেশ রায়, এ্যাড: মোঃ মনিনুর ইসলাম (মনির), এ্যাড: সাবিরা সুলতানা (হ্যাপি), এ্যাড: খাদিজা আক্তার টুলু, এ্যাড: রেবা সুলতানা, এ্যাড: শ্যমলী রানী শীল প্রমূখ। সকলের বক্তব্য এবং দোয়া পরিচালনা শেষে সভাপতি মহোদয় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার কাজ শেষ করেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button