স্থানীয় সংবাদ

ফুলতলা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে-৫, ভাইস চেয়ারম্যানে-৩ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে-২জনের মনোনয়নপত্র বৈধ

চেয়ারম্যান পদে আলহাজ্জ শেখ আকরাম হোসেনের মনোনয়নপত্র অবৈধ ঘোষনা

খানজাহান আলী থানা ও আটরা গিলাতলা প্রতিনিধি ঃ খুলনার ফুলতলা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্জ শেখ আকরাম হোসেনের মনোনয়নপত্র অবৈধ ঘোষনা করে বাতিল করা হয়েছে। ঋণখেলাপির দায়ে তার প্রার্থীতা বাতিল হয়েছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে। গতকাল ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ৩জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জনের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেন সংশ্লিষ্ট কার্যালয়। খুলনা রির্টানিং কর্মকর্তার অফিস সুত্রে জানাগেছে, আসন্ন ফুলতলা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৬জন, ভাইস চেয়ারম্যান পদে ৩জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জনসহ মোট ১১জন তাদের মনোনয়নপত্র জমা দেন। সুত্র জানিয়েছেন চেয়ারম্যান পদে ফুলতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ শেখ আকরাম হোসেন, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, খুলনা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বিলকিছ আক্তার ধারা, ফুলতলা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান সরদার আলাউদ্দিন মিঠুর স্ত্রী জুবাইদা খান সুরভী, খুলনা জেলা স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বির হোসেন রানা এবং শিরোমণি বাজার বনিক সমিতির সভাপতি শেখ আকতার হোসেন মনোনয়নপত্র দালিখ করেন। ভাইস চেয়ারমান পদে ফুলতলা উপজেলা আওয়ামী লীগ নেতা বর্তমান দায়িত্বপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান জিয়া হাসান তুহিন, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্জ শেখ ইকবাল হোসেন ও বিএনপি নেতা আবু তাহের রিপন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমানে ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও খুলনা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ফারজানা ফেরদৌস নিশা এবং রেক্রোানা আযম এর মনোনয়নপত্র দালিখ করেন। গতকাল ২৩ এপ্রিল খুলনা রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই বাছাই শেষে ফুলতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ শেখ আকরাম হোসেনের মনোনয়নপত্রটি অবৈধ বলে ঘোষনা করেন। ঋণখেলাপির দায়ে তার মনোনয়নপত্রটি অবৈধ ঘোষনা করে বাতিল করা হয়েছে বলে রির্টানিং কর্মকর্তা এটিএম শামিম আহমেদ জানিয়েছেন। এ বিষয়ে ফুলতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ শেখ আকরাম হোসেন বলেন, মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করা হবে। প্রার্থীতা ফিরে পাওয়ার জন্য আদালতে রায়ের কপি সমস্যার নিষ্পত্তি হয়ে যাবে। তিনি বলেন আপিল শুনানীতে আমি আমার প্রার্থীতা অবশ্যই ফিরে পাবো। ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপে খুলনার ফুলতলা উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ আগামী ৩০ এপ্রিল মঙ্গলবার এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২১ মে’ মঙ্গলবার। উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমে পড়েছে। চেয়ারম্যান এবং সদস্য প্রার্থীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করছে গণসংযোগ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button