নগরীতে মুন্না টাওয়ারে অগ্নিকা- : অল্পের জন্য বহু প্রাণ রক্ষা

ফায়ার সার্ভিসের তড়িৎ উপস্থিতিতে আগুনের ক্ষয়-ক্ষতি কম, ইন্টারনেট সার্ভিস বন্ধ।
স্টাফ রিপোর্টার ঃ নগরী কেডিএ এভিনিউ এলাকায় মুন্না টাওয়ার অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুর ৩ টার দিকে জেনারেটর এর মাধ্যমে এই অগ্নিকান্ডের সূত্র পাত ঘটে বলে ফায়ার সার্ভিসেস এর কর্মকর্তারা জানিয়েছেন। তবে অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির হওয়ার আগেই ফায়ার সার্ভিসের ইউনিট এসে আগুন নিভিয়ে ফেলেন। ৮মতলা ভবন মুন্না টাওয়ারে রবি মোবাইল কোম্পানীর কাস্টমার কেয়ারসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ছিলো। এলাকাবাসী জানায়, দুপুর পৌনে ৩ টার দিকে মুন্না টাওয়ার বাইরে থেকে আগুন জ¦লতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে কোন ক্ষয়ক্ষতির হওয়ার আগেই আগুন নিভাতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, দুপুর ৩টা ১৫ মিনিটে আমরা আগুন লাগার সংবাদ পাই। তিনি বলেন, বিদ্যুৎ চলে যাওয়ার পর এই ভবনে জেনারেটর চালু করা হয়। এখান থেকে ফায়ার হয়ে আগুনের সুত্রপাত ঘটে। তবে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হওয়ার আগেই আগুন নিভাতে সক্ষম হয়েছি আমরা। ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলেন, এই ভবনের পাশেই ছিলো গাড়ির শো-রুম। এখানে ২০ টি মতো গাড়ি ছিলো। সময়মতো আগুন নিভাতে পারায় এই গাড়িগুলো রক্ষা পেয়েছে বলে তিনি উল্লেখ করেন। এখানে ছিল সল্ট সিংক ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কন্ট্রোল রুম। তাদের সমস্ত সার্ভিস তার পুড়ে কন্ট্রোলরুমের ডিভাইসের কাছ পর্যন্ত চলে গিয়েছিল। গতকাল রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত ইন্টারনেট সেবা বন্ধ ছিল। এছাড়া টাওয়ারটি পিছনে ছিল ঘন বসতি। নি¤œ ও মধ্যবিত্ত বহু পরিবার বস্তি আকারে সেখানে বসবাস করে। বড় ধরণের কোন অগ্নিকা- ঘটলে অসংখ্য প্রাণহানী হত বলে জানায় একাধিক সূত্র।