স্থানীয় সংবাদ

ডুমুরিয়ায় লবণসহনশীল জাতের ধান প্রদর্শনীর ফসল কর্তন ও মাঠ দিবস

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউ(ব্রি) সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে উন্নত সেচ ব্যবস্থাপনার মাধ্যমে লবণসহনশীল ব্রি ধান ৯৯, ব্রি ধান ৬৭, ব্রি হাইব্রিড ধান ৩ ও ৮ জাতের প্রদর্শনীর ফসল কর্তন ও মাঠ দিবস বুধবার সকাল ১১টায় ডুমুরিয়া ট্রিপনা এলাকায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডঃ মোঃ শাহজাহান কবির। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের এনডিসি,চেয়ারম্যান কৃষিবিদ আব্দুল্লাহ সাজ্জাদ। প্রধান অতিথি বলেন, আমাদের দেশে বর্তমানে লবণ সহনশীল অনেক ধান গবেষণা করে কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেয়া হয়েছে। আমাদের দেশে এখন আর বোরো বীজ ধানের সংকট নেই । যে অঞ্চলে যে ধানের জাতটা ভালো হয় আমরা সে ধানটা আমরা বেশি চাষ করবো। এ অঞ্চলে সোয়া লক্ষ হেক্টর জমিতে পানি সেচের অভাবে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে।তাই সেচের পানির অভাব দূর করতে বিএডিসি’র সেচ প্রকল্প বিভাগের আওতায় প্রকল্প গ্রহণ করা হয়েছে। আমরা কৃষি বিভাগ গবেষণা করে দেখেছি এ অঞ্চলে বেশি করে খাল ও পুকুর খননের মাধ্যমে বৃষ্টির পানি জমা করে তা দিয়ে সারা বছর ফসল উৎপাদনের কাজে ব্যবহার করা যাবে । তাই বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার, কৃষকের সুবিধার কথা চিন্তা করে ইতিমধ্যে এ অঞ্চলে পানি সেচ প্রকল্প গ্রহণ করেছে। দ্রুত সময়ের মধ্যে এ প্রকল্পের কাজ শুরু হবে। এ সরকার ৭৫/৮০ টাকায় সার আমদানি করে এদেশের কৃষক কে ভর্তু কি মূল্যে ২১ থেকে ২৬ টাকার মধ্যে সরবরাহ করছে। অনষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন বিএডিসি সেচ প্রকল্প খুলনার নির্বাহী প্রকৌশলী জামাল ফারুক, প্রেষনে সিনিয়র মনিটরিং অফিসার (পার্টনার),অতিরিক্ত উপ-পরিচালক মোঃ মোসাদ্দেক হোসেন, জেলা পরিষদ সদস্য হাসনাহেনা, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ ইনসাদ ইবনে আমিন সহ উপ-সহকারী কৃষি অফিসার বৃন্দ, কৃষক-কৃষাণীবৃন্দ কয়লাখার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিনিয়র সাইন্টিফিক অফিসার ড: প্রিয় লাল চন্দ্র পাল।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button