খুলনা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা যশোর, চুয়াডাঙ্গা ও ইশ^রদীতে ৪১.২ : খুলনায় ৪০.২ ডিগ্রি সেলসিয়াস

স্টাফ রিপোর্টার ঃ গতকাল বুধবার খুলনা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা ছিলো যশোর, চুয়াডাঙ্গা ও ইশ্বরদীতে। এই তিন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এই দিনে খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন যশোর এই জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলিসয়াস। এই সময়ে খুলনা ও মোংলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৪০ ডিগ্রি সেলসিয়াস। খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ সিনিয়র আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বলেন, গতকাল বুধবার দুপুর তিনটার পর খুলনা বিভাগের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোর, চুয়াডাঙ্গা ও ইশ্বরদীতে। এই তিন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া মোংলা ৪১ দশমিক ৬ ডিগ্রি, কুমারখালী (কুষ্টিয়া) ৪০ দশমিক ৮ ডিগ্রি, কয়রায় ৪০ ডিগ্রি এবং সাতক্ষীরায় ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রের্কড করা হয়। এই সিনিয়র আবহাওয়াবিদ বলেন, আগামী ২-৩ দিনের মধ্যে খুলনায় বৃষ্টির সম্ভবনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। এর আগেদিন মঙ্গলবার দুপুর তিনটার পর খুলনা বিভাগের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল যশোরে। ওই দিন এই জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলিসয়াস। ওই সময়ে খুলনা ও মোংলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৪০ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ইশ্বরদীতে ৪০ দশমিক ৩ ডিগ্রি, চুয়াডাঙ্গায় ৩৯ দশকি ৬ ডিগ্রি, সাতক্ষীরায় ৩৯ দশমিক ২ ডিগ্রি, কুমারখালী ( কুষ্টিয়া) ৩৮ দশমিক ৭ ডিগ্রি এবং কয়রায় ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এছাড়া সোমবার যশোর ও চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, খুলনায় ও ইশ^রদীতে ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া একই দিনে মোংলা ও কুমারখালী (কুষ্টিয়া) ৪০ ডিগ্রি, সাতক্ষীরায় ৩৯ দশমিক ৩ ডিগ্রি এবং কয়রায় সর্বোচ্চ ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।