১০ দিন ধরে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী মাইনউদ্দিন পরান

চরম উৎকন্ঠায় দিন কাটাচ্ছে স্বজনরা
আটরা গিলাতলা প্রতিনিধি ঃ ১০ দিন ধরে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী মাইনউদ্দিন সিদ্দিপাশা অভয়নগর এলাকার জন্মগত প্রতিবন্ধী পরান শিল (২২ ) ১০ দিন যাবত নিখোঁজ। প্রতিদিনের মতো গত ১৭ এপ্রিল নিজ এলাকা থেকে রাত সাড়ে ৮টার দিকে প্রতিবেশি জয়দেব শীল এর বাড়ি থেকে বের হয় নিজ বাগি দিকে যাচ্ছিলো। এর পর থেকে সে আর ফিরে আসেনি। পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজন খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত কোনো সন্ধান পায়নি। পরান শীল সিদ্দিপাশার সুবোল চন্দ্র শীলের ছেলে। সে জন্মগতভাবেই মানসিক ও বাক প্রতিবন্ধী। নিখোঁজের দিন হাফপ্যান্ট ও একটি সাদা গেঞ্জি ও গামছাসহ একটি বাজার করা ব্যাগ ছিলো। তার গায়ে রং শ্যামলা, চোখের ভুরু জোড়া লাগানো। দীর্ঘ ১০ দিন ধরে পরান শিলের সন্ধান না পেয়ে তার পরিবার ও আতœীয়সজন প্রতিবেশি চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পেয়ে থাকেন তাহলে ০১৭১৫২৭৮০২১ এ নং যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।