কলাকেন্দ্র দৌলতপুরের দ্বি-বার্ষিক সাধারন সভা

স্টাফ রিপোর্টার ঃ নগরীর দৌলতপুর সরকারী বীণাপাণি প্রাথমিক বিদ্যালয়ে ২৬ এপ্রিল (শুক্রবার) বিকালে ঐতিহ্যবাহি সাংস্কৃতিক সংগঠন কলাকেন্দ্র দৌলতপুরের দ্বি-বার্ষিক সাধারন সভা ও ১৭তম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মাসুদ পারভেজ পাভেলের সভাপতিত্বে ও সাঃ সম্পাদক এম নূরুল ইসলাম নূরু’র পরিচালনায় প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন উপদেষ্টা দৌলতপুর থানা আ’লীগের সাঃ সম্পাদক শহিদুল ইসলাম বন্দ, সাইদুর রহমান বন্দ, সাংবাদিক নেতা মোজাম্মেল হক হাওলাদার, তিলোক কুমার গোস্বামী, অধ্যাঃ হাসিবুজ্জামান বাবু। সভায় দ্বিতীয় অধিবেশনে সাঃ সম্পাদকের প্রতিবেদন সর্ব সম্মতিক্রমে পাশ হয়। সাবজেক্ট কমিটির প্রস্তাবিত ১৫ সদস্য নির্বাহী পরিষদ সর্ব সম্মতিক্রমে পাশ হয়। ১৪৩১-৩২’র কার্যনির্বাহী পরিষদ সভাপতি মাসুদ পারভেজ পাভেল, সাঃ সম্পাদক এম নূরুল ইসলাম নূরু, সহ-সাঃ সম্পাদক গোলাম রসুল দুলু, কোষাধ্যক্ষ অধ্যাঃ রিপন আহম্মেদ, গবেষনা সম্পাদক মো. নাহিদ আকরাম, প্রশিক্ষন অনুশীলন পবিত্র কুমার রায়, দপ্তর সম্পাদক মোঃ শিমুৃল শেখ, সাহিত্য সম্পাদক পূরবি মন্ডল দোলন, প্রচার ও প্রকাশনা শেখ গোলাম কিবরিয়া, নির্বাহী সদস্য রায় মোহন সরকার, অনিক কুমার সাহা, রেবেকা সুলতানা রেখা, সাবজেক্ট কমিটিতে ছিলেন- দৌলতপুর থানা আ’লীগের সাঃ সম্পাদক শহিদুল ইসলাম বন্দ, সাইদুর রহমান বন্দ, সাংবাদিক নেতা মোজাম্মেল হক হাওলাদার, তিলোক কুমার গোস্বামী, মাসুদ পারভেজ পাভেল, সাঃ সম্পাদক এম নূরুল ইসলাম নূরু, তন্ময় গোম্বামী।