মোড়েলগঞ্জে থানায় অভিযোগ করতে যাওয়ার পথে কৃষক খুন

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে প্রতিপক্ষের প্রথম দফায় হামলার ঘটনায় থানায় অভিযোগ করতে যাওয়ার পথে হাকিম জোমাদ্দার (৫৫) নামের একজন কৃষক কে দ্বিতীয় দফায় মারপিট করে খুন করা হয়েছে। আর এ ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ৯ টার দিকে উপজেলার গুয়াতলা গ্রামে। নিহত হাকিম জোমাদ্দার নিশাবাড়ীয়া ইউনিয়নের গুয়াতলা গ্রামের মৃতঃ আউব আলী জোমাদ্দারের ছেলে। নিহতের পরিবার জানায়, জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হাতে মার খেয়ে এ বিষয়ে অভিযোগ জানাতে হাকিম জোমাদ্দার শুক্রবার সকালে থানার উদ্দেশ্যে বের হন। এ খবর জানতে পেরে প্রতিপক্ষ একই এলাকার মোজাম্মেল হাওলাদার, শহীদ হাওলাদার, রুমি হাওলাদার ও মামুন হাওলাদারসহ ৮/৯ জন তাকে লোহার রড ও চাইনিজ কুড়াল নিয়ে হাকিম জোমাদ্দার কে পথেই বেরিকেড দিয়ে দ্বিতীয় দফায় এলোপাতাড়ী মারপিট করে। পরে রক্তাক্ত জখম অবস্থায় স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এ খবর পেয়ে মোড়েলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মৃতদেহের সুরতহাল করে লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। মোড়েলগঞ্জ থানার ওসি মোঃ সামছুদ্দিন জানান, জমিজমা সংক্রান্ত বিরোধে হাকিম হাওলাদার কে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে। শুক্রবার দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি।