স্থানীয় সংবাদ

স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেসিসি মেয়র

স্টাফ রিপোর্টারঃ খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মেধা, মননশীলতা ও সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে শিক্ষকগণ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে অবদান রাখতে পারবেন। স্মার্ট বাংলাদেশের সুফল ভোগ করবে আগামী প্রজন্মের শিক্ষার্থীরা। শিক্ষকরা সমাজ পরিবর্তনের অন্যতম কারিগর। তিনি শনিবার দুপুরে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন, খুলনা জেলা ইউনিট আয়োজিত ঈদ পুনর্মিলনী ও ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষা ক্যাডারের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য এস এম কামাল হোসেন। প্রধান আলোচক ছিলেন মাউশির মহাপরিচালক (রুটিন দায়িত্ব) ও বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর মোঃ শাহেদুল খবির চৌধুরী। বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের জেলা ইউনিটের সভাপতি প্রফেসর খান আহমেদুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন আয়োজক কমিটির আহবায়ক এস এম শওকত হোসেন। ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষা ক্যাডারের ভূমিকা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের জেলা ইউনিটের সাধারণ সম্পাদক ড. মোঃ শামীম। অনুষ্ঠানে খুলনা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক প্রফেসর শেখ হারুনর রশীদ, সরকারি বিএল কলেজের অধ্যক্ষ প্রফেসর শরীফ আতিকুজ্জামান, সরকারি আযমখান কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর কার্ত্তিক চন্দ্র মন্ডল, সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ মোঃ বদিউজ্জামান, বয়রা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কেএম তৌহিদুর রহমান প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন কমার্স কলেজের ইউনিটের সম্পাদক তারক চাঁদ ঢালী ও জেলা কমিটির সদস্য শাহানারা পারভীন। অনুষ্ঠানে খুলনা জেলার বিভিন্ন সরকারি কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অধ্যাপক, শিক্ষক পরিষদের সম্পাদক ও ইউনিটের সম্পাদকরা অংশ নেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button