যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নাই

দেয়ানা নর্থ ন্যাশনাল ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কেসিসি মেয়র
স্টাফ রিপোর্টার ঃ নগরীর দৌলতপুরস্থ ঐতিহ্যবাহী দেয়ানা নর্থ ন্যাশনাল ক্লাবের আয়োজনে ৪৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী শনিবার (২৭ এপ্রিল) বিকালে উত্তরপাড়া স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। দেয়ানা নর্থ ন্যাশনাল ক্লাবের সভাপতি মনজুর আহসান শিপলুর সভাপতিত্বে ও সা: সম্পাদক গাজী শরিফুল ইসলাম ওহীদের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন ” দেহ মনকে সুস্থ রাখতে খেলাধুলা ও শরীর চর্চার বিকল্প নাই । বর্তমান সময়ে মাদক আমাদের সমাজে ভয়াবহ আকার ধারণ করেছে। কেবলমাত্র খেলাধুলা ও শরীর চর্চা থেকে দূরে থাকার কারণে যুবসমাজ মাদকাসক্ত হয়ে পড়ছে। তাই যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে খেলাধুলার প্রতি মনোনিবেশ করাতে হবে। জাতির জনকের সুযোগ্য কন্যা, দেশরতœ , বাংলাদেশের মানুষের আস্থারস্হল, সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ নতুন করে এগিয়ে যাচ্ছে। তার নিরলস প্রচেষ্টায় দেশে একের পর এক উন্নয়নের ছোঁয়া লেগেই আছে। যার বাস্তব উদাহরণ স্বপ্নের পদ্মা সেতু, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, রূপগঞ্জ পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলীতে বঙ্গবন্ধু টানেল, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেস সহ বিবিধ উন্নয়ন। সমাজকে মাদকমুক্ত রাখতে এবং সুন্দর সমাজ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্লুনা মহানগর আওয়ামী লীগের সা: সম্পাদক, সাবেক ছাত্রনেতা এমডিএ বাবুল রানা, মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুন্সি মাহবুব আলম সোহাগ, বিশিষ্ট পাট রপ্তানিকারক ও সমাজসেবক শেখ আব্দুল মান্নান, বিশিষ্ট পাট ব্যবসায়ী ও সমাজসেবক আকুঞ্জি হারুন -অর- রশিদ, , আকাঙ্ক্ষা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সমাজ সেবক আলহাজ শেখ মাহবুবু রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক গাজী কামরুল ইসলাম, মেলার প্রধান পৃষ্ঠপোষক, কেসিসির ৪ নং ওয়ার্ডে সুযোগ্য জনপ্রিয় কাউন্সিলর, সমাজসেবক ও ক্রীড়ানুরাগী গোলাম রব্বানী টিপু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জাহাঙ্গীর হোসেন, দৌলতপুর থানা আওয়ামী লীগের সা: সম্পাদক, বিএল কলেজের সাবেক জিএস শহীদুল ইসলাম বন্দ, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আ: রউফ মোড়ল, সা: সম্পাদক মোঃ অহিদুজ্জামান, সাবেক ইউপি সদস্য সাইদুর রহমান বন্দ, ক্রীড়া পরিচালনা উপকমিটির আহ্বায়ক মোল্লা আঃ সবুর, যুগ্ম আহবায়ক গাজী হাসিফুল হক অনি, সদস্য সচিব মো: আশরাফ হোসেনসহ ক্লাব পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে গ্রামের বিশিষ্ট গুণীজনদের মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়।