নগরীতে গাঁজা ইয়াবা ও মটর সাইকেল উদ্ধার

তিন মাদক কারবারিসহ পাঁচজন গ্রেফতার
স্টাফ রিপোর্টারঃ গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো-নগরীর ২৯ টিবি ক্রস রোডের মৃত: মুরাদ ফকিরের ছেলে পারভেজ ফকির(৩০), ৪নং ফুডঘাটের মৃত: লোকমান মৃধার মেয়ে সুমি আক্তার শোভা(৩০), জিন্নাহপাড়ার শাহজাহান শেখের ছেলে মোঃ লেলিন শেখ(৩৫)। এদেরকে মহানগরীর খুলনা ও লবণচরা থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ৩৫০ গ্রাম গাঁজা এবং ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক পরিবহনের কাজে ব্যবহৃত দু’টি মোটর সাইকেল আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। এছাড়াও সৌরভ সাহা (২৫), এবং মোঃ ইসরাফিল(২৫) নামের দু’জনকে মাদক সেবন করার অপরাধে লবণচরা থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারি এবং মাদক সেবনকারীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪ টি মাদক মামলা দায়ের করা হয়েছে।