স্থানীয় সংবাদ

শের-এ-বাংলার ৬২তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বক্তাদের দাবী

বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি

খবর বিজ্ঞপ্তি ঃ শের-এ- বাংলা সড়কটি পাওয়ার হাউজ মোড় থেকে জিরো পয়েন্ট পর্যন্ত বর্ধিত করে ” জিরো পয়েন্টকে শেরে বাংলা চত্বর নামকরণ করতে হবে। মহান নেতা শের এ বাংলার ৬২ তম মৃত্যুবার্ষিকীতে ঐতিহ্যবাহী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, খুলনায় কর্তৃক আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিল ২৭ এপ্রিল ২০২৪ শনিবার সন্ধ্যা সাতটায় নগরীর শেখপাড়াস্থ্ হক নার্সিং হোমের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব প্রফেসর ড.মোল্লা আমীর হোসেন, বিশেষ অতিথি ছিলেন সাবেক এস পি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নুরুল ইসলাম, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আব্দুল জলিল খান কালাম, খুলনা ওয়াসার ডিএমডি আলহাজ্ব প্রকৌশলী কামাল উদ্দিন আহমেদ এবং প্রধান আলোচক ছিলেন খুলনা মেডিকেল কলেজের ইএনটি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ডা. নুরুল হক ফকির। সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারের সঞ্চালনায় পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন – সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা নেতা ফিরোজ আলম খান, ধন্যবাদ জ্ঞাপন করেন সমিতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব রোটারিয়ান আলতাফ হোসেন। পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইমাম হাফেজ মাওলানা মোঃ মাসুম বিল্লাহ এবং দোয়া পরিচালনা করেন – এপেক্সিসিয়ান অ্যাডভোকেট মুফতি শহিদুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন – এম এ সালাম, আলহাজ্ব চ.ম. মুজিবর রহমান, আলহাজ্ব এনামুল কবীর, আলহাজ্ব ইঞ্জিনিয়ার কাজী এনায়েত হোসেন, আলহাজ্ব হুমায়ুন কবীর বালি, প্রকৌশলী মাহাবুবুর রহমান শামীম, হুমায়ুন কবীর খান, আব্দুস সালাম মোল্লা, সরদার মিজানুর রহমান, রোটারিয়ান রুহুল আমিন মিঠু, শিক্ষক আবুল কালাম, মুজিবর রহমান, ডা. এন এম বাবুল, মজিবর রহমান বাবুল, লিটন হাওলাদার প্রমূখ নেতৃবৃন্দ। এ সময় বক্তারা এই মহান নেতার মৃত্যুবার্ষিকীতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সীমাহীন নীরবতায় ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা…. নগরীর পাওয়ার হাউজ মোড় থেকে জিরো পয়েন্ট পর্যন্ত শেরে বাংলা সড়কটি বর্ধিতকরণ এবং জিরো পয়েন্টকে শেরে বাংলা চত্বর ঘোষণার দাবি জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button