স্থানীয় সংবাদ

তিব্র দাবদাহে টিউবওয়েলের পানি স্তর কমতে শুরু করেছে

শেখ ফেরদৌস রহমান : খুলনায় তিব্র দাবদাহে নগর ও জেলায় বিভিন্ন অঞ্চলে নলকূপের পানির স্তর কমতে শুরু করেছে। অগভীর এসব টিউবওয়েল নষ্ট হতে শুরু করেছে। এছাড়া কিছু কিছু ছোট অগভীর টিউবয়েলগুলোতে পানি থাকলেও এই পানি অতিমাত্রায় লবণাক্ত ও আয়রন থাকায় পান করার অনুপোযোগী হয়ে পড়েছে। আর দিনের বেলায় সকাল দশটার পর থেকে এসব টিউবওয়েলে পানি উঠেনা। তবে, রাত ১২টার পর থেকে টিউবওয়েলে পানি থাকলেও এসব টিউবওয়েলে বল প্রয়োগ করে শত চাপে ও ভরছেনা কলসি বা পানি নেয়ার জন্য ছোট ড্রাম গুলো। যে কারণে কিছুদিন পর সুপেয় পানির সঙ্কট দেখা দিতে পারে মনে করছেন ভুক্তভোগীরা । তবে যেসব টিউবওয়েল বিকল হচ্ছে এসব টিউবওয়েলে পানি ঢেলে হাতল চাপ দিয়ে পানি উঠাতে হয়। তবে চাহিদা অনুযায়ী উঠছে না পানি। টিউবয়েলে হাতল চাপতে চাপতে হাত ব্যথায় ক্লান্ত হলেও পানি ভরছে না কলসে। নগরীর খালিশপুর এলাকার বাসিন্দা নাজমা বেগম বলেন, আমরা সব সময় গভীর নলকূপের থেকে পানি পান করি। ছোট টিউবওয়েলের পানি অতিমাত্রায় লবণাক্ত। তবে গেল কয়েকদিন যাবৎ ছোট টিউবওয়েল থেকে পানি উঠছে না। এসব ছোট টিউবওয়েলের পানি দিয়ে গোসলসহ বাড়ীর অন্যান্য কাজ করতে হয়। তবে এখন এসব ছোট টিউবওয়েলে পানি থাকছে না। মাঝে মধ্যে রাত্রে বেলায় পানি পাওয়া যায় তবে দিনের অধিক সময়ে পানি থাকে না। আমাদের বাড়ীর টিউবওয়েলে পানি না উঠার কারণে ভেবেছিলাম হয়তো নলকূপে কোন সম্যা হয়েছে। তবে মিস্ত্রী ডেকে এনে মেরামত করার পরদিন আবারো পানি সংকট দেখা যায়। এছাড়া গেল বছর ও এমন সম্যসা হয়েছিল। তবে বর্ষা মৌসূমে আবারো নলকূপে পানি স্বাভাবিকভাবে পাওয়া যায়। এখন যদি বৃষ্টি না হয় সূর্যের তাপমাত্রা ক্রমগত ভাবে বাড়তে থাকে তাহলে আরো অন্যান্য এলাকায় পানি সংকট দেখা দিতে পারে। পাশাপাশি পুকুরের পানি ও কমছে আর যতটুকু পানি থাকে খুব সূর্যের তাপে গরম। এভাবে চলতে থাকলে আর বৃষ্টিপাত না হলে পানির সংকট আরো তিব্র হতে পারে। এ বিষয়ে খুলনা ওয়াসার প্রকৌশলী মোঃ আশিকুর রহমান বলেন, বর্তমান সময়ে তিব্র দাবদাহে পুড়ছে সারাদেশ। এছাড়া জলবায়ু পরিবর্তন একটা কারণ পাশাপাশি খুলনাসহ আশে পাশে কোথাও বৃষ্টি হচ্ছে না। যে কারণে গ্রীষ্ম মৌসুমে ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেছে। পাশাপাশি গেল ৫ বছরে খুলনায় ৩ থেকে ৪ মিটারের বেশি পানির লেয়ার নিচে নেমে গেছে। এমনকি কোথাও কোথাও ১০ মিটার পর্যন্ত কমতে পারে পানির স্তর। এছাড়া একই এলাকায় অতিরিক্ত পরিমাণে অপরিকল্পিত নলকূপ স্থাপন করা হলে তারও একটি প্রভাব পড়ে। তবে বৃষ্টি শুরু হলে সব কিছু আগের মত হবে। অগভীর টিউবওয়েলগুলোতে পানি পাওয়া যাবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button