স্থানীয় সংবাদ

কেসিসি মশক নিধন ওষুধ চুরিঃ গ্রেফতারকৃত দু’ কর্মচারিকে কারাগারে প্রেরণ

স্টাফ রিপোর্টারঃ খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মশক নিধন ওষুধ চুরিকালে হাতেনাতে দু’ কর্মচারি আটক হয়েছে। তারা হলেন কেসিসির স্প্রেম্যান আঃ মান্নান ও আয়নাল হক (মাস্টাররোল)। রবিবার বিকেল ৩টায় কেসিসির তেলের ট্যাংক গ্যারেজশাখায় এ ঘটনায় ঘটে। আটককৃতদের মেয়রের নির্দেশনায় থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিরাপত্তা কর্মী আলী বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় বৃহস্পতিবার মামলা দায়ের করেন। ওই দিনই পুলিশ আসামীদের আদালতের মাদ্যমে কারাগারে প্রেরণ করে।
কেসিসির সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, রবিবার বিকেলে তারা সাড়ে ১২ লিটার মশক নিধন তেল চুরি করার জন্য গ্যারেজ থেকে বের করার চেষ্টা করে। এ সময় কর্তব্যরত নিরাপত্তা প্রহরী তাদের আটক করে। খবর পেয়ে উর্দ্ধতন কর্মকর্তারা এসে চুরি করা তেল জব্দ করে। যার বাজার মূল্য দু’ সহ¯্রাধীক টাকা। পরে মেয়রের নির্দেশনায় আটককৃতদের সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত তেল কেসিসির নিরাপত্তা সুপারের হেফাজতে রাখা হয়েছে। সোনাডাঙ্গা থানার ওসি তদন্ত ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় কেসিসির পক্ষে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আয়নাল কেসিসি এমপ্লয়ীজ ইউনিয়নের সহ-সাঃ সম্পাদক। বৃহস্পতিবারই তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button