স্থানীয় সংবাদ
সিপিবি’র ২৩তম সম্মেলন সফলের লক্ষ্যে ৩০নং ওয়ার্ড শাখার সভা

খবর বিজ্ঞপ্তি : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগরের ২৩তম সম্মেলন সফলের লক্ষ্যে ৩০নং ওয়ার্ড শাখার এক সভা পার্টির অস্থায়ী কার্যালয়ে ৩০ এপ্রিল রবিবার বিকেল সাড়ে ৫টায় শাখা সম্পাদক কমরেড দুলাল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সাধারণ সম্পাদক কমরেড এ্যাড. নিত্যানন্দ ঢালী, সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান কমরেড এইচ এম শাহাদৎ, সদর থানা সভাপতি কমরেড তোফাজ্জেল হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিপিবি নেতা কমরেড অশোক ঘোষ, কমরেড আব্দুস সাত্তার, কমরেড উজ্জল বিশ্বাস, কমরেড রামপ্রসাদ রায়, কমরেড সাত্তার মোল্লা প্রমুখ। সভায় আগামী ৪ মে ’২৪ খুলনা মহানগরের ২৩তম সম্মেলন সফলের লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা হয় এবং ওয়ার্ডের নেতা কর্মীদের কাজ করার উদাত্ত আহ্বান জানানো হয়।