খুলনায় নবযোগদানকৃত সহকারী কমিশনারগণের খুলনা চেম্বার অব কমার্স পরিদর্শন

৪১তম বিসিএস ক্যাডার (প্রশাসন)
খবর বিজ্ঞপ্তি ঃ মঙ্গলবার ৪১তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারগণের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের অংশ হিসেবে ৫৫জন নবনিযুক্ত সহকারী কমিশনার খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ডা. ফারুক আহাম্মদের নেতৃত্বে খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি পরিদর্শন করেন এবং খুলনা চেম্বারের পরিচালনা পরিষদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে মিলিত হন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, খুলনা চেম্বারের সভাপতি কাজি আমিনুল হক, সিআইপি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাননীয় বিভাগীয় কমিশনার (সার্বিক) ডা. ফারুক আহাম্মদ এবং অতিথি হিসাবে কয়েকজন সিনিয়র সহকারী কমিশনার উপস্থিত ছিলেন। খুলনা চেম্বারের সভাপতি খুলনা চেম্বারের কার্যক্রম ও খুলনাসহ এতদাঞ্চলের শিল্প, ব্যবসা-বাণিজ্যের উন্নয়নের ক্ষেত্রে খুলনা চেম্বারের ভূমিকা, দেশের উন্নয়নে ব্যবসায়ীদের ভূমিকা ও খুলনা বিভাগের বিভিন্ন অর্থনৈতিক কর্মকান্ড সম্পর্কে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের অবহিত করেন এবং তিনি আশা পোষণ করেন যে জাতির এ মেধাবী সন্তানেরা তাদের দক্ষতা ও বিচক্ষণতা দিয়ে আগামী দিনে দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ী সমাজসহ সর্বস্তরের মানুষের পাশে থেকে সহযোগীতা প্রদান করবেন এবং দেশের উন্নয়নে সততার সাথে তাদের স্বীয় ভূমিকা পালন করবেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পরিষদের নের্তৃবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।