দৌলতপুরে বাংলাদেশ জুট এসোসিয়েশন’র প্রস্তুতি মূলক আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিস), বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ জুট এসোসিয়েশন (বিজেএ) এর যৌথ উদ্যোগে দেশের বিভিন্ন উপজেলায় “উচ্চ ফলনশীল পাট বীজ উৎপাদন, পাট চাষ ও পাট পচনের আধুনিক পদ্ধতির ক্রমোন্নয়ন” বিষয়ক কর্মশালা সফল করার লক্ষ্যে ৩০ এপ্রিল-২৪ মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় বিজেএ’র চেয়ারম্যান মোঃ ফরহাদ আহমেদ আকন্দ এর সভাপতিত্বে বিজেএ ভবন খুলনার দৌলতপুর প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় প্রাথমিকভাবে ৭ টি কর্মশালা আগামী ২ রা মে ২০২৪ থেকে দেশের দক্ষিনাঞ্চলের খুলনা জেলার পাইকগাছা উপজেলা হতে শুরু হয়ে পর্যায়ক্রমে খুলনার ডুমুরিয়া উপজেলা, যশোর সদর উপজেলা,বাগেরহাটের মোল্লাহাট উপজেলা,গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা,মুন্সিগঞ্জ সদর উপজেলা, মানিকগঞ্জ সদর উপজেলায় শেষ হবে। কর্মশালাগুলোতে পাট অধিদপ্তরের তালিকাভুক্ত কৃষকদেরকে প্রশিক্ষণ প্রদান করা হবে। কর্মশালাগুলোতে বর্ণিত বিষয়ের উপর প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা করবেন বাংলাদেশ পাট গবেষনা ইনস্টিটিউটের উধ্বর্তন কর্মকর্তা, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, উপজেলা কৃষি অফিসার এবং পাট উন্নয়ন কর্মকর্তা। প্রতিটি কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংশ্লিষ্ট অঞ্চলের উপজেলা নির্বাহী অফিসার এবং স্ব স্ব অঞ্চলের পাট অধিদপ্তরের সহকারী পরিচালকবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শেখ কওছার আলী , বিজেএ’র কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ আব্দুস সাত্তার,নুরুল ইসলাম বাবুল, জিয়া উদ্দিন আহমেদ,মোঃ মাহমুদুর রহমান(মাহমুদ),মিতা বাগচী , শেখ রুহুল আমিন,বি এম আসিফ হোসেন, গাজী শরিফুল ইসলাম, আবুল কালাম আজাদ,মোঃ আলমগীর খান, রঞ্জন কুমার দাস, এস এম সাইফুল ইসলাম, খন্দকার হুমায়ুন কবির,ইকবাল হোসেন ভুইয়া সহ বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের সকল ব্যবসায়ীবৃন্দ ।