যশোরে দিন মজুর দিপু হত্যা মামলায় তিনজনের একদিন করে রিমান্ড

যশোর ব্যুরো ঃ যশোর সদরের ছোট শেখহাটি পূর্ব পাড়ার দিন মজুর দিপু হত্যা মামলায় তিনজনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার ৩০ এপ্রিল পুলিশের চাওয়া পাঁচদিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া এ আদেশ দিয়েছেন। আসামিরা হলো, ছোট শেখহাটির মোহাম্মদ ইসলামের ছেলে রাব্বি, তোফাজ্জেলের ছেলে হৃদয় ও ফজের আলীর ছেলে তাজু।
মামলার অভিযোগে জানা গেছে, দিপু হোসেন রিকসা চালিয়ে ও কসাইয়ের কাজ করে জীবিকা নির্বাহ করতো। মাংশ কাটার কাজের টাকা পেত রাব্বির কাছে। গত ১৯ জানুয়ারি দিবাগত রাত ১টার দিকে দিপু রিকসা চালিয়ে জামরুলতলা বাজারের কামরুলের চার্জারের দোকানে রিক্সা চার্জে বসিয়ে বাড়িতে ফিরছিলো। পথিমধ্যে দিপু মুন্সির বাঁশতলা নামক স্থানে পৌঁছলে রাব্বি ও তার সহযোগীরা তাকে ধরে বাগানের মধ্যে নিয়ে লাঠি দিয়ে গুরুতর জখম করে। চিকিৎসাধীন অবস্থায় ২০ জানুয়ারি বিকেল ৩টার দিকে দিপু মারা যায়। এ ঘটনায় নিহতের পিতা রফিকুল ইসলাম বাদী হয়ে ৫ জনের নামউল্লেখসহ পরিচিত ব্যক্তিদের আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন।