স্থানীয় সংবাদ

গিলাতলা হাই স্কুলের চলমান নিয়োগ পরীক্ষা বন্ধ

দৈনিক প্রবাহে বিদ্যালয়ের নিয়োগ বাণিজ্যে খবর প্রকাশিত হওয়ায়

উপ-পরিচালকের দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন অভিভাবকগণ

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ খুলনার ফুলতলা উপজেলার গিলাতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ইকবাল কবিরের বিরদ্ধে নিয়োগ নিয়ে প্রতারণামূলক অনিয়েমের অভিযোগের বিষয়ে দৈনিক প্রবাহে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর চলমান নিয়োগের লিখিত ও মৌখিত পরীক্ষা বন্ধ করেছে সংশ্লিষ্ট দপ্তর। বিদ্যালয়টির তিনটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, পদসমুহে আগামী ৪ মে শনিবার লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহবান করার পর এ নিয়োগ পরীক্ষা বন্ধ করা হলো । এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে বিদ্যালয়টির অভিভাবকরা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের আঞ্চলিক উপ-পরিচালকের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন। তাদের দাবী বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কারনে বিদ্যালয়ের শৃংখলা ভেঙ্গে শিক্ষার পরিবেশ নষ্ট হয়ে শিক্ষার্থীরা নানা অপরাধমূলক কার্যকালাপে জড়িয়ে পড়ছে। গিলাতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ইকবাল কবিরের বিরুদ্ধে প্রতারণামূলক নিয়োগ বোর্ড গঠন, অর্থের বিনিময়ে নিয়োগসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ করে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুল হক জেলা শিক্ষা অফিসে লিখিত অভিযোগ করেন। বিষয়টি তুলে ধরে গত ২৪ এপ্রিল দৈনিক প্রবাহের প্রথম পাতায় ‘‘গিলাতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ’’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। পরবর্তিতে প্রধান শিক্ষক তড়িঘড়ি করে দ্রুত নিয়োগ কার্যক্রম শেষ করতে গত বছরের ১৬ জুলাই প্রকাশিত কয়েক দফা পেছানো নিয়োগ বিজ্ঞপ্তির একজন অফিস সহায়ক, একজন আয়া ও একজন নৈশ প্রহরী পদে আবেদনকারীদের লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়। গত ১৫ এপ্রিল প্রধান শিক্ষক স্বাক্ষরিত পত্রে বলা হয় আগামী ৪ মে’ শনিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিক পরীক্ষায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
এবিষয়ে জেলা শিক্ষা অফিসার ফরহানা নাজ এই প্রতিবেদককে জানিয়েছেন বিদ্যালয়টির নিয়োগ প্রক্রিয়ার বিষয়টি আমাদের দৃষ্টি গোচর হয়েছে। আগামীর ৪ মে শনিবার বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষাটি বন্ধ করা হয়েছে। বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং গিলাতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, অভিযোগের বিষয় সমুহ মীমাংসা না হওয়া পর্যন্ত বিদ্যালয়ের চলমান নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকবে। এদিকে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ইকবাল কবিরের বিরুদ্ধে এবার বিদ্যালয়ের অভিভাবকগণ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের আঞ্চলিক উপ-পরিচালকের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন। তাদের দাবী বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কারনে বিদ্যালয়ের শৃংখলা ভেঙ্গে শিক্ষার পরিবেশ নষ্ট হয়ে শিক্ষার্থীরা নানা অপরাধমূলক কার্যকালাপে জড়িয়ে পড়ছে। উপ-পরিচালকের বরাবর পাঠানো লিখিত অভিযোগে অভিভাবকরা বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়মিত বিদ্যালয়ে না এসে প্রায়ই অনুপস্থিত থাকায় বিষয়ভিত্তিক ক্লাসগুলো থেকে শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে। শিক্ষার্থীদের লেখাপড়া এবং শৃংখলার বিষয়ে তিনি প্রধান শিক্ষকের দায়িত্বজ্ঞানহীন ও কর্তব্য পালনে উদাসিনতায় বিদ্যালয়ের কোমলমতি অনেক শিক্ষার্থীরা লেখাপড়ায় মনোনিবেশ না করে মোবাইলে আসক্ত হয়ে অশ্লিল ভিডিও দেখছে, তারা ইভটিজিং ও মাদকের মতো ভয়াবহ অপরাধমূলক কার্যকালাপে জড়িয়ে পড়ছে। শিক্ষকদের অবহেলায় শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দিয়ে স্কুল গেটের সামনে দাড়িয়ে মেয়েদের উত্তক্ত, ইভটিজিংসহ নানা অপরাধমূলক কার্যকালাপ করছে। দিনের পর দিন এই অবস্থা বিরাজ করায় সচেতন অভিভাবকগণ তাদের মেধাবী ছেলে মেয়েদেরকে বিদ্যালয়ে পাঠাতে পারছে না। অভিযোগকারীরা শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সকল অনিয়ম ও একাডেমিক দায়িত্ব পালনে অবহেলায় বিষয় সমুহের সঠিক তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জোর দাবী জানায়েছেন। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ইকবাল কবির অভিযোগের বিষয়ে অস্বীকার করে প্রতিবেদকের উপর ক্ষিপ্ত হন। তিনি বলেন এ সকল দেখার জন্য আমার অফিস আছে সাংবাদিকদের এসব দেখার কাজ নয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button