পথের বাজারে ৪র্থ শ্রেণীর শিশুকে যৌন নির্যাতন : থানায় মামলা আটক ১

আটরা গিলাতলা প্রতিনিধি ঃ খুলনার পথেরবাজারে ৪র্থ শ্রেণীর (১০) এক শিক্ষার্থীকে এবার ব্যবসায়ির বিরুদ্ধে শ্লীতাহানীর অভিযোগ উঠেছে । ব্যবসায়ি শহিদুল ইসলাম এর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে নির্যাতিত শিশুর পিতা মোঃ সৈকত খান বাদী হয়ে বৃহস্পতিবার রাতে ফুলতলা থানায় মামলা দায়ের করেছেন। যার নং ৪ । ওই শিশুর স্বজনরা এবং থানায় দায়েরকৃত এজাহার সুত্রে জানা যায় গত ৩০ এপ্রিল বেলা ১২ টার দিকে ফুলতলা থানাধীন বিএম কলেজের পাশে খেলা করছিলো শিশুটি এ সময় শিশুটির শরীরে স্পর্শকতস্থানে হাত দেয় অভিযুক্ত শহিদুল। তার মেয়ের সাথে কেন এমন নারকিয় ঘটনা শহিদুল ঘটালো জানার জন্য ১ এপ্রিল সন্ধায় নির্যাতনের স্বীকার মেয়েটির পিতা সৈকত জানার জন্য গেলে অভিযুক্ত শহিদুল তার স্ত্রী আজ্ঞু বেগম , এবং শাহিদুলের মেয়ে সালমা বেগম সৈকত খানকে বেদম মারপিট করে বুকে, মুখে নীলাফোল জখম করে। । এ বিষয়ে জানতে চাইলে ফুলতলা থানার ভারপ্রাপ্ত মোঃ রফিকুল ইসলাম বলেন । এ বিষয়ে থানায় সৈকত খান থানায় মামলা করেছেন আসামিকে আটক করে জেল হাজতে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।