ফুলতলা উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শেখ আবিদ হোসেন

আটরা গিলাতলা প্রতিনিধি ঃ আসন্ন ফুলতলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর পদ থেকে সরে দাঁড়ালেন খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন। বৃহস্পতিবার সন্ধায় শিরোমনি নিজস্ব অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। লিখিত সংবাদ সম্মেলনে তিনি বলেন প্রিয় ফুলতলা উপজেলাবাসী আমি জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে বিশ^াসি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামীলীগের একজন কর্মী , আমি বিশ^াস করি ব্যক্তি স্বার্থ থেকে দলীয় স্বার্থটাই বড়। আপনারা জানেন গত জাতীয় সংসদ নির্বাচনে আমি ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সকল নেতা কর্মীদের সাথে ঐক্যবদ্ধ ভাবে নৌকার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে ভ’মিকা রেখেছিলাম । আসন্ন উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে সেই একই চক্র আবারও সক্রিয় । এই চক্রকে প্রতিহত করতে ঐক্যবদ্ধ আওয়ামীলীগের বিকল্প নেই। এই নির্বাচন যদিও নির্দলীয় তারপরও আওয়ামীলীগের একাধিক নেতারা পরস্পরের প্রতিদ্বন্দি প্রার্থী । লিখিত বক্তব্যে শেখ আবিদ হোসেন আরো বলেন আমি মনে করি যে বোঝে দায়িত্ব তার, এই উপলদ্ধি বোধের জায়গা থেকে দলীয় ঐক্যকে ধরে রাখার স্বার্থে আমি এই নির্বাচন থেকে সড়ে দাড়ালাম বলে ঘোষনা দেন শেখ আবিদ হোসেন। এ সময় তিনি ফুলতলা উপজেলার সকল শ্রেণী পেশার নেতা কর্মী সমর্থক ভাই বোনেরা তাকে নিঃস্বার্থভাবে অকুন্ঠ ভালবাসা ও যে সমর্থন দিয়েছেন , সেজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জিবনের শেষ রক্তবৃন্দু থাকা পর্যন্ত আগামি দিনে সকল সুখ দুঃখের সাথী হয়ে তাদের পাশে থাকার প্রতিশ্রতি দেন ।