দৌলতপুর থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের মে দিবসে র্যালি

স্টাফ রিপোর্টার : মহান মে দিবস আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে দৌলতপুর থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বুধবার সকালে মহাসিন মোড় সংগঠনের নিজস্ব কার্যালয় ৮ ঘন্টা শ্রমের দাবিতে যে সকল শ্রমিক শহীদ হয়েছিলেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া, আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় করেন সংগঠনের সভাপতি মোঃ খোকন মোড়ল। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আকরাম হোসেন বেপারী। অতিথি ছিলেন ৫নং ওয়ার্ড কাউন্সিল শেখ মোহাম্মাদ আলী,৩নং ওয়ার্ড কাউন্সিলর মাস্টার সালাম, ৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শামসুদ্দিন আহম্মেদ প্রিন্স, ৪নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম রব্বানী টিপু, সংরক্ষিত কাউন্সিলর চাহিদা বেগম। ইমারত শ্রমিকদের অংশগ্রহণ মুহাসিন মোড় থেকে র্যালি শুরু করে দৌলতপুর বেবি ট্যাক্সি স্ট্যান্ড ঘুরে কার্যালয়ে এসে সমাপ্ত হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ খোকন মোড়ল, সাধারণ সম্পাদক মোঃ আকরাম হোসেন বেপারী, কার্যকরী সভাপতি ফকির আলী আহমেদ মিঠু,সহ-সভাপতি শেখ ইমদাদুল ইসলাম, মোঃ হাসমত হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুম হোসেন মিয়া, নাসির হাওলাদার হোসেন,সাংগঠনিক সম্পাদক শাহজাহান, আব্দুল মান্নান, কোষাধক্ষ্য আজিজুল ইসলাম বাবু, আমির হোসেন, আব্দুল মান্নান সরদার, ইলিয়াস খা সহ-সাংগঠনের সকল পর্যায়ের ও সকল ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সদস্যবৃন্দ। নেতৃবৃন্দ বলেন আমাদের ন্যায্যমজুর ভাবে আমাদের পরিশোধ করা হয় না। নারী শ্রমিকদেরকে বৈষম্য তৈরি করে কম মজুরি প্রদান করা হয়। বর্তমান সরকার শ্রম-বন্ধব সরকার। আমরা সরকারের সার্বিক সহযোগিতা চাই।