ফুলতলায় ইজিবাইক ছিনতাই করে পালানোর সময় গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যু

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ইজিবাইক ছিনতাই করে পালানোর সময় জনতার গণপিটুনিতে জিয়াউল ইসলাম সরদার (৪০) নামের এক ছিনতাইকারীর মৃত্যু ঘটেছে। ফুলতলা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম ও অভয়নগর থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম জানান, গত বুধবার রাত সাড়ে ৮ টায় অভয়নগর ও ফুলতলা উপজেলার সিমান্তে নতুনবাজার এলাকা থেকে ছলচাতুরীর মাধ্যমে সাতক্ষীরা সদরের বাসিন্দা দবির উদ্দিন সরদারের পুত্র জিয়াউল ইসলাম সরদারসহ অজ্ঞাতনামা কয়েকজন মিলে রাজঘাট এলাকার বাসিন্দা আঃ আলিমের পুত্র রাজু আহম্মেদ এর ইজিবাইকটি ছিনতাই করে পালানোর চেষ্টা করে। ছিনতাই করে অভয়নগর এলাকায় ঢুকলে আশেপাশের লোকজন টের পেয়ে ছিনতাইকারীদের গণধোলাই দেয়। পরে, তাকে অভয়নর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। অভয়নগর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে পোস্টমর্টেমের জন্য যশোর সদর হাসপাতালে প্রেরণ করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফুলতলা থানায় একটি ছিনতাই মামলা (নং- ০৩, তারিখ- ০২/০৫/২৪ ইং) দায়ের করা হয়েছে এবং অপর একটি মামলার প্রস্তুতি চলছিল।