রূপসায় পূর্ব শত্রুতার জের ধরে যুবককে কুপিয়ে জখম
স্টাফ রিপোর্টার ঃ রূপসার রামনগরে শেখ জহির (২৮) নামে এক যুবককে কুপিয়ে জখম করা হয়েছে। শুক্রবার(২৪মে) আনুমানিক রাত ৮ টায় এঘটনা ঘটে। আহত জহির রহিমনগর (কাস্টমঘাট) এলাকার শেখ মহিদুলের ছেলে। তাকে জরুরী অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল ও আহতের পারিবারিক সুত্রে জানা গেছে, জাবুসা থেকে ফেরার পথে রাত ৮টার দিকে রামনগর আকবরের মোড় পৌঁছালে ওই গ্রামের সংঘবদ্ধ একটি দল পূর্ব শত্রুতা ও মাদক সংক্রান্ত বিরোধের জের ধরে তার গতিরোধ করে। একপর্যায় তাকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে মুমুর্ষ অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে খুলনা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক সংকটে নিয়ে যাওয়া হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। তবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। এরিপোর্ট লেখা পর্যন্ত আহত জহির সংকটাপন্ন অবস্থায় রয়েছে বলে জানা গেছে।