স্থানীয় সংবাদ
খুলনার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও বিভাগীয় শিক্ষা অফিসারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়োনা
# আদালতের নির্দেশ অবমাননা #
স্টাফ রিপোর্টার ঃ আদালতের নির্দেশ অবমাননা করায় খুলনা জেলার প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম ও বিভাগীয় উপ-পরিচালক মোঃ মোসলেম উদ্দিনের বিরুদ্ধে খুলনার বিজ্ঞ প্রশাসনিক ট্রাইব্যুনাল আদালত গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেছেন । জানা যায়, খুলনা জেলার তেরখাদা উপজেলার ইখড়ি কাটেংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর বরখাস্তকৃত সহকারী শিক্ষক মোহাম্মদ তহিদুল ইসলাম বাদী হয়ে চাকরি ফেরত ও যোগদানের জন্য প্রশাসনিক বিজ্ঞ ট্রাইব্যুনাল আদালতে একটি দায়ের করেন। যার মামলা ১১/১৮ .এবং আপিল বিভাগ কর্তৃক রায় প্রাপ্ত হন। বিবাদীগণ তারপরও উক্ত শিক্ষকের চাকরি ফেরত না দেওয়ায় উক্ত শিক্ষক বাদী হয়ে একই আদালতে জারি ৪/২০২২ নং মামলা দায়ের করেন। তারপরেও আদালতের আদেশ না মানায় বিবাদীদের প্রতি আদালত নির্দেশ অবমাননা সহ গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন বিজ্ঞ আদালত।